leadT1ad

নারী ক্রিকেট দলে ‘অসদাচরণের’ অভিযোগ তদন্তে বিসিবির কমিটি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৫: ৩২
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের ‘যৌন হয়রানির’ অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিছু সদস্যের বিরুদ্ধে ওঠা ‘অসদাচরণের অভিযোগ’ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ উইমেনস স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

তবে তদন্তের বিষয়বস্তু বা নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত জানায়নি বিসিবি। বোর্ড জানিয়েছে, কমিটি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দেবে।

বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে তদন্ত প্রক্রিয়া গুরুত্বসহকারে নেওয়া হচ্ছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত