leadT1ad

সংখ্যা দিয়ে ডিজিটাল প্রতিবাদ

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৬: ০৮

সোশ্যাল মিডিয়ায় নারী তারকাদের সংখ্যা কি ডিজিটাল হয়রানির বাস্তবতা তুলে ধরে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নারী তারকাদের পোস্টে বিভিন্ন সংখ্যা। গালে বা হাতে কেউ লিখছে ‘৯’, কেউ লিখছে ‘২৪’ আবার কেও লিখছে ‘১০০০’। এই সংখ্যার মানে কী? কেনই বা সোশ্যাল মিডিয়ায় লিখছে সবাই এই সংখ্যা? আর ১৬ দিনের এক্টিভিজমের সাথে এর সম্পর্ক কী?

এটি কোন নতুন কোনো প্রজেক্ট বা কোনো চলচ্চিত্রের প্রচারণা না। বরং এটা এক ধরনের অনলাইন প্রতিবাদ। বিগত কয়ক বছর ধরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পরিণত হয়েছে লিঙ্গ-ভিত্তিক হয়রানির এক অভয়ারণ্য। বিশেষ করে নারী তারকাদের কমেন্ট সেকশনে চোখ পরলে বুঝা যায় এই ডিজিটাল হয়রানির বাস্তবতা। এসব ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে ‘মাই নাম্বার, মাই স্টোরি’ নামে নতুন এক আন্দোলনে একযোগে যুক্ত হয়েছেন অভিনেত্রী, মডেল, সংগীতশিল্পীসহ দেশীয় বিনোদন অঙ্গনের অসংখ্য পরিচিত মুখ। প্রতিদিন অনলাইনে তারা কতবার হয়রানির মুখে পড়েন সেই সংখ্যাই প্রকাশ করছেন নিজেদের ছবির সঙ্গে।

এই প্রতিবাদে যোগ দেন আরো অনেক তারকা। যেমন- অভিনেত্রী রুনা খান পোস্ট করেন ‘২৪’; শবনম ফারিয়া জানান ‘১০০০’,নুসরাত ইমরোজ তিশা ‘৯’; প্রার্থনা ফারদিন দীঘি ‘৩’; মৌসুমী হামিদ ‘৭২’; সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও আশনা হাবিব ভাবনা পোস্ট করেন ‘৯’ এবং ‘৯৯+’। এটাই বাংলাদেশের বর্তমানের সোশ্যাল মিডিয়ায় হয়রানির প্রতিচ্ছবি। অবাক করা ব্যাপার হলো, এসব পোস্টের নিচেও দেখা যাচ্ছে নানান মানুষের হয়রানিমূলক কমেন্ট।

Ad 300x250

সম্পর্কিত