leadT1ad

লাদাখ বিক্ষোভের নেতা সোনম ওয়াংচুক গ্রেপ্তার কেন

স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০৫

২৪ সেপ্টেম্বর, ভারতের বিভিন্ন গণমাধ্যমে ওঠে আসে লাদাখের নজিরবিহীন বিক্ষোভ, সংঘর্ষ এবং হতাহতের সংবাদ। লাদাখের আন্দোলন সম্প্রতি সহিংস রূপ নিলেও এর শুরু গত ১০ সেপ্টেম্বর, শান্তিপূর্ণ অনশনের মাধ্যমে। ২০১৯ সালে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের অধীনে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়।

এ কারণে আদিবাসীদের ভূমি অধিকার, চাকরি, স্থানীয় প্রতিনিধিত্ব ও নিজেদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ বেড়ে যায় স্থানীয়দের মাঝে। স্থানীয়রা মনে করেন, বাইরের প্রশাসক ও বিভিন্ন প্রকল্প পরিকল্পনার কারণে তাদের জমি, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণ ঝুঁকিতে পড়বে।

কিন্তু কীভাবে সাধারণ মানুষ এতটা ক্ষুব্ধ হল? এর সবকিছু জানতে দেখুন আজকের স্ট্রিম ওয়াচে।

Ad 300x250

সম্পর্কিত