leadT1ad

পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি গুপ্ত কৌশল অবলম্বন করছে: তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২০: ৫৭
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশে গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি এখন গুপ্ত কৌশল অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলনে’ লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদবিরোধীদের কেউ কেউ যে উপায়ে গুপ্ত কৌশল অবলম্বন করেছিল। পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একই কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রে উত্তরণের পথে বাধাগ্রস্ত করে তুলছে।’

এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি পরাজিত অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

তারেক বলেন, ‘দেশ অস্থিতিশীল হয়ে উঠলে পতিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে।’

ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘৫ আগস্টে পতিত পলাতক অপশক্তি যেন কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়। গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা।’

তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি সরকারের প্রতি কোনোরকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে 'নোট অব ডিসেন্ট'-কেই বিএনপি ডিসেন্ট-ওয়ে বলে মনে করে।

পলাতক স্বৈরাচারের হাতে কেউই নিরাপদ ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘পলাতক স্বৈরাচারের শাসন আমলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান; ডান কিংবা বাম, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী এবং ভিন্ন দল মতের কেউই নিরাপদ ছিল না। ২০১২ সালে রামু বৌদ্ধ মন্দিরে হামলা কিংবা ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে হামলা হয়েছিল সে হামলাসহ দেশের কোথাও কোনো একটি হামলারও বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি বা বিচার হয়নি।’

দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি মনে করে দেশের ন্যায়বিচার এবং আইনের শাসন ছাড়া সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কোনো পরিচয়ই আমাদের নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। একমাত্র ন্যায়বিচার এবং আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত