leadT1ad

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। সংগৃহীত ছবি

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। ‍ু

বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসেনানী। বিগত ফ্যাসিস্ট আমলে তার বিদ্রোহী ভূমিকা জাতিকে পথ দেখিয়েছে। জুলাইয়ের পরেও সংস্কার, বিচার ও নির্বাচনে তাঁর ভূমিকা ঈর্ষণীয়।’

তিনি বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ নেতা তার নির্বাচনি এলাকায় গিয়ে যে ধরনের অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন; ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা জানাচ্ছে।’

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘এই ঘটনা আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। নির্বাচনের সময়ে রাজনৈতিক সমালোচনা গণতান্ত্রিক সৌন্দর্য। সেই সমালোচনাকে কেন্দ্র করে যদি জাতীয় নেতৃবৃন্দের ওপরে হামলা করা হয়, তাহলে আগামী নির্বাচন উৎসবমুখরের আশা ধুলিস্যাৎ হয়ে যাবে। এই হামলার সাথে স্থানীয় বিএনপির সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। জুলাইয়ের পরে এই ধরনের নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতি কোনভাবেই গ্রহণযোগ্য না।’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব বলেন, ‘আপনাদের নেতাকর্মীদের সংযত করুন, পরমতসহিষ্ণু করে তুলুন। সামান্য সমালোচনায় যদি বিএনপি এই ধরনের সহিংস প্রতিক্রিয়া দেখায়, তাহলে বিএনপির জন্য পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

Ad 300x250

সম্পর্কিত