leadT1ad

৫ দফা দাবি আদায়ে ১১ দিনের কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন। ছবি: ইসলামী আন্দোলনের সৌজন্যে

জুলাই সনদের আইনি ভিত্তি ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনৈতিক দলগুলোর যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার হতাশাজনক উদাসীনতা দেখাচ্ছে জানিয়ে দাবি আদায়ের ২য় ধাপে ১১ দিনের কর্মসূচি দিয়েছে তারা।

দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারের প্রতি হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের এতোগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এই সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা দেখাচ্ছে। জনদাবির প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে।

এর আগে প্রায় অভিন্ন কয়েকটি দাবি আদায়ে গত ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারা দেশে জেলা, উপজেলা ও থানা শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; আওয়ামী লীগ সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে দলগুলো আন্দোলন করে আসছে।

এসব প্রসঙ্গ উল্লেখ করে অধ্যক্ষ ইউনুস আহমদ যুগপৎ আন্দোলনের ২য় ধাপের কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৫ দফার পক্ষে জনমত গঠনে কাজ করবে দলটি। ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারা দেশের সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা। তবে ১১ অক্টোবর তারা কোনো কর্মসূচি রাখেনি।

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে অক্টোবরের প্রথম দিকে রাজপথে কোনো কর্মসূচি রাখা হয়নি বলে জানিয়েছে ইসলামী আন্দোলন।

Ad 300x250

সম্পর্কিত