leadT1ad

ঘোষিত তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানাল ইসলামী আন্দোলন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ২২: ০২
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পরপরই এক ভিডিও বার্তায় তিনি তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান।

গাজী আতাউর রহমান বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রাথমিকভাবে স্বাগত জানাচ্ছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দেবে।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার আটটি দলের দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের যে চ্যালেঞ্জ তারা (কমিশন) নিয়েছে, সেই চ্যালেঞ্জে তারা সফল হোক—সেটাই আমরা প্রত্যাশা করি। সে জন্য আমরা সহায়তাও করব ইনশাআল্লাহ।’

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘আমরা শেষাবধি আশা করেছিলাম যে, সরকার ও নির্বাচন কমিশন আন্দোলনরত আট দলের দাবি মেনে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় ভোটের আগে গণভোট আয়োজন করবে। আমাদের সেই দাবি উপেক্ষিত হলো। তবুও জাতির বৃহত্তর স্বার্থে আমরা একে স্বাগত জানাচ্ছি।’

মাঠ প্রশাসনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঠ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে। মাঠ প্রশাসনের বিন্যাসে এবং কার্যক্রমে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো দলের প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে।’

ইসলামী আন্দোলনের এই মুখপাত্র আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আট দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে আছে। আমরা আমাদের দলীয় পরিসরে এবং আট দলের ভেতরে আলোচনা করে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব। তবে প্রাথমিকভাবে আমরা এই তফসিলকে স্বাগত জানাচ্ছি।’

Ad 300x250

সম্পর্কিত