leadT1ad

খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সব তথ্য জানাবেন ডা. জাহিদ: বিএনপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিএনপির মিডিয়া সেল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থাপন করবেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে দুপুরে আজ দুপুরের দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তাঁকে উদ্ধৃত করে ‘খালেদা জিয়া লাইফসাপোর্টে’ আছেন বলেও খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই বিএনপির মিডিয়া সেল থেকে এমন বার্তা প্রকাশ করা হয়।

বার্তায় বলা হয়, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। তাই অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ারও অনুরোধ জানানো হয় বার্তায়।

এ বিষয়ে খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস স্ট্রিমকে বলেন, ‘আমি গভীর রাত পর্যন্ত সেখানে ছিলাম। উনি ভালো আছেন। মানুষ সোশ্যাল মিডিয়া দেখে নানা তথ্য ছড়াচ্ছে। সঠিক তথ্য সময়মতো ডা. জাহিদ জানাবেন।’

Ad 300x250

সম্পর্কিত