.png)

স্ট্রিম প্রতিবেদক

ইসলামী ব্যাংক ও ইবনে সিনা হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার জন্য বিএনপির করা দাবিকে ‘অযৌক্তিক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগ্রহণযোগ্য’ বলে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো এভাবে সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন দাবি উত্থাপন করতে থাকলে নির্বাচন নিয়েই অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হবে।
আজ রোববার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপির এই বিভ্রান্তিকর, অমূলক, ঠুনকো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি আমলে না নেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে গোলাম পরওয়ার ওই প্রতিষ্ঠানগুলোকে ‘অরাজনৈতিক ও সেবামূলক’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ এসব প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করে সন্তুষ্ট। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই।’
এর আগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের মতো ‘দলীয় প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত’ প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

ইসলামী ব্যাংক ও ইবনে সিনা হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার জন্য বিএনপির করা দাবিকে ‘অযৌক্তিক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগ্রহণযোগ্য’ বলে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো এভাবে সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন দাবি উত্থাপন করতে থাকলে নির্বাচন নিয়েই অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হবে।
আজ রোববার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপির এই বিভ্রান্তিকর, অমূলক, ঠুনকো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি আমলে না নেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে গোলাম পরওয়ার ওই প্রতিষ্ঠানগুলোকে ‘অরাজনৈতিক ও সেবামূলক’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ এসব প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করে সন্তুষ্ট। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই।’
এর আগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের মতো ‘দলীয় প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত’ প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
.png)

'ধরেন ময়লার ঝুড়ি কিনবে, তখন একটা চিঠি পাঠাবে। এটা যাবে জিপিওতে, জিপিওতে আসবে ২০২ নম্বর রুমে। সেখানে অ্যাপ্রুভ হবে। ২০২ নম্বর রুম এটা আবার জিপিওতে পাঠাবে। জিপিও আবার ২০১ নম্বরে পাঠাবে।...
২ ঘণ্টা আগে
বিএনপি নেতা জানান, সরকারের উচ্চ পর্যায়ের উপদেষ্টা স্তরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনায় বিএনপিকে আশ্বস্ত করা হয়েছিল যে, এ ধারায় কোনো পরিবর্তন আনা হবে না। কিন্তু হঠাৎ করেই সংবাদপত্রে দেখা গেল, প্রস্তাব করা হয়েছে—জোট করলেও সবাইকে নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর রমনা ও শাহবাগ থানার বিস্ফোরক আইনের পৃথক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৬৩ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।
৮ ঘণ্টা আগে
শনিবার রাজধানীর গুলশানের হোটেল আমারিতে অনুষ্ঠিত দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির উদ্যোগে এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে