অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ব্যাংকের কোন শাখায় দলের হিসাব পরিচালনা করে সে তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)।
স্ট্রিম প্রতিবেদক
অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ব্যাংকের কোন শাখায় দলের হিসাব পরিচালনা করে সে তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ইসির অতিরিক্ত সচিবের অফিসে পাঠানো হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এটি হস্তান্তর করে।
ইসি কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং ওই অ্যাকাউন্টের সর্বশেষ হিসাব, দলের তহবিলের উৎসের বিবরণ ইসিতে জমা দিতে হয়।
তাই এ বছরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকা জামায়াতকে কমিশনের পক্ষ থেকে দলের গঠনতন্ত্র, কার্যনির্বাহী পরিষদের তালিকা, ব্যাংক হিসাব এবং অর্থনৈতিক প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য জমা দিতে বলা হয়েছিল।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা ২০২৪ সালের অডিট রিপোর্টটি গত ২৯ জুলাই ইসিতে জমা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, আয় ও ব্যয়ের হিসাব পরিচালনার জন্য কোনো ব্যাংক হিসাব নেই। জামায়াত জানিয়েছে, বিগত সরকারের জুলুম-নির্যাতনের কারণে তারা ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেনি।
প্রতিবেদনে দেখানো হয়, ২০২৪ পঞ্জিকা বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয় ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।
বুধবার দুপুরে জামায়াতের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) কাছে দলের সংশোধিত গঠনতন্ত্র ও ব্যাংক হিসাব নম্বর জমা দিয়েছে।
ইসি সূত্র মতে, জামায়াতে ইসলামী বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মৌচাক শাখায় দলীয় হিসাব পরিচালনা করে থাকে। চিঠিতে হিসাব নম্বর, শাখার বিস্তারিত ঠিকানা, হিসাব খোলার তারিখসহ প্রয়োজনীয় তথ্য ইসিকে সরবরাহ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “জামায়াত ইসলামী তাদের ব্যাংক হিসাবের তথ্য আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। এখন তা পর্যালোচনা করে নথিভুক্ত করা হবে।”
২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার আগে সর্বশেষ আয়-ব্যয়ের হিসাব দিয়েছিল দলটি। এরপর চলতি বছর নিবন্ধন ফিরে পাওয়ায় এক যুগ পর ফের হিসাব দিল জামায়াত।
অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ব্যাংকের কোন শাখায় দলের হিসাব পরিচালনা করে সে তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ইসির অতিরিক্ত সচিবের অফিসে পাঠানো হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এটি হস্তান্তর করে।
ইসি কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং ওই অ্যাকাউন্টের সর্বশেষ হিসাব, দলের তহবিলের উৎসের বিবরণ ইসিতে জমা দিতে হয়।
তাই এ বছরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকা জামায়াতকে কমিশনের পক্ষ থেকে দলের গঠনতন্ত্র, কার্যনির্বাহী পরিষদের তালিকা, ব্যাংক হিসাব এবং অর্থনৈতিক প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য জমা দিতে বলা হয়েছিল।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা ২০২৪ সালের অডিট রিপোর্টটি গত ২৯ জুলাই ইসিতে জমা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, আয় ও ব্যয়ের হিসাব পরিচালনার জন্য কোনো ব্যাংক হিসাব নেই। জামায়াত জানিয়েছে, বিগত সরকারের জুলুম-নির্যাতনের কারণে তারা ব্যাংক হিসাব পরিচালনা করতে পারেনি।
প্রতিবেদনে দেখানো হয়, ২০২৪ পঞ্জিকা বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয় ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।
বুধবার দুপুরে জামায়াতের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) কাছে দলের সংশোধিত গঠনতন্ত্র ও ব্যাংক হিসাব নম্বর জমা দিয়েছে।
ইসি সূত্র মতে, জামায়াতে ইসলামী বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মৌচাক শাখায় দলীয় হিসাব পরিচালনা করে থাকে। চিঠিতে হিসাব নম্বর, শাখার বিস্তারিত ঠিকানা, হিসাব খোলার তারিখসহ প্রয়োজনীয় তথ্য ইসিকে সরবরাহ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “জামায়াত ইসলামী তাদের ব্যাংক হিসাবের তথ্য আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। এখন তা পর্যালোচনা করে নথিভুক্ত করা হবে।”
২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার আগে সর্বশেষ আয়-ব্যয়ের হিসাব দিয়েছিল দলটি। এরপর চলতি বছর নিবন্ধন ফিরে পাওয়ায় এক যুগ পর ফের হিসাব দিল জামায়াত।
২০২০ সালের নতুন পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ করতে না পারার বার্তাটি সরিয়ে ফেলা হয়। সংশ্লিষ্টদের ভাষ্য, শেখ হাসিনার এই কার্যক্রম ছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ। ইসরায়েল থেকে গোয়েন্দা নজরদারি প্রযুক্তি কেনা অথবা সাবেক আওয়ামী লীগ সরকারের ‘রক্ষাকর্তা’ ভারতের সঙ্গে জায়নবাদী রাষ্ট্রটির সুসম্পর্
৩ ঘণ্টা আগেবাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ-সহ বিভিন্ন দল।
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল ৮ দফা ও ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছে।
৬ ঘণ্টা আগেইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখী জাহাজ থেকে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে