.png)

স্ট্রিম প্রতিবেদক

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাস করে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার জন্য সবাইকে ঐক্যের পথে থাকতে আহ্বান জানাচ্ছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক হচ্ছে। এর উদ্দেশ্য একটাই—দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা, বিভেদের কোনো সুযোগ না দেওয়া।’
তিনি বলেন, ‘আমরা চাই, যারা যুগপৎ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিল, তাদের সবাইকে নিয়ে একটি বৃহৎ ঐক্যবদ্ধ জোট গঠন করতে। বিএনপি মনে করে, ঐক্যই পারে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করতে।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা সবার কাছে একটি মেসেজ দিতে চাই—দলের মধ্যে ঐক্য থাকবে, জাতির মধ্যে ঐক্য থাকবে এবং যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ নির্বাচনে অংশ নিতে চাই।’
তিনি বলেন, ‘জাতির ও দলের এই ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়—এটাই আমাদের মূল বার্তা।’
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশ হবে একটি তারুণ্যনির্ভর দেশ, যুবকদের কর্মসংস্থাননির্ভর দেশ। এই স্বপ্নই দেখেছিলেন মুক্তিযুদ্ধের শহীদরা এবং জুলাই অভ্যুত্থানের শহীদরা। সেই চেতনা ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই।’

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাস করে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার জন্য সবাইকে ঐক্যের পথে থাকতে আহ্বান জানাচ্ছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক হচ্ছে। এর উদ্দেশ্য একটাই—দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা, বিভেদের কোনো সুযোগ না দেওয়া।’
তিনি বলেন, ‘আমরা চাই, যারা যুগপৎ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিল, তাদের সবাইকে নিয়ে একটি বৃহৎ ঐক্যবদ্ধ জোট গঠন করতে। বিএনপি মনে করে, ঐক্যই পারে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করতে।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা সবার কাছে একটি মেসেজ দিতে চাই—দলের মধ্যে ঐক্য থাকবে, জাতির মধ্যে ঐক্য থাকবে এবং যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ নির্বাচনে অংশ নিতে চাই।’
তিনি বলেন, ‘জাতির ও দলের এই ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়—এটাই আমাদের মূল বার্তা।’
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশ হবে একটি তারুণ্যনির্ভর দেশ, যুবকদের কর্মসংস্থাননির্ভর দেশ। এই স্বপ্নই দেখেছিলেন মুক্তিযুদ্ধের শহীদরা এবং জুলাই অভ্যুত্থানের শহীদরা। সেই চেতনা ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই।’
.png)

বায়তুল মোকাররমের সমাবেশে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর ইতিহাসের নজিরবিহীন বর্বরতা ও নৃশংসতা দেখানো হয়েছে।’
১৭ মিনিট আগে
কে বেহেশতে নেবে—সেই কথা বলে ভোট পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন।
৪ ঘণ্টা আগে
নতুন ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এসে দাঁড়িয়েছে দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। জোটগত নির্বাচনের ক্ষেত্রে নিজ দলীয় প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা চায় না বিএনপি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় নির্বাচন যেভাবেই হোক, ভোট হবে নিজ নিজ দলীয় প্রতীকে।
৪ ঘণ্টা আগে
যারা সংস্কারের বিপক্ষে এবং যাদের ইতিহাসের দায়ভার রয়েছে, তাদের সঙ্গে আগামী নির্বাচনে জোটে যেতে অনেকবার ভাবতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
৫ ঘণ্টা আগে