leadT1ad

চট্টগ্রামে যুবদল-ছাত্রদলের দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

ইউএনবি
ইউএনবি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১১: ৩৬
নিহত ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় যুবদল-ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বাকলিয়া এলাকার এক্সেস রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল কর্মীর নাম মো. সাজ্জাদ (২৫)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. আলমের ছেলে। সাজ্জাদ চট্টগ্রাম নগরের তাকতরপুল এলাকায় থাকতেন এবং বাকলিয়া থানা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, নগর বিএনপির সভাপতি ও মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী বাকলিয়া এলাকায় ছাত্রদল নেতা এমদাদুল হক বাদশা এবং বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলালের সমর্থক যুবদল নেতা হুমায়ুন রশীদের অনুসারীদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।

মঙ্গলবার রাত ১টার দিকে বাকলিয়া এলাকার এক্সেস রোডে হুমায়ুনের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ নিহত হন এবং অন্তত ১৮ জন আহত হন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Ad 300x250

সম্পর্কিত