leadT1ad

জুলাই সনদে এবার স্বাক্ষর করবে এনসিপি, আশা শিশির মনিরের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২২: ১৮
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়া প্রকাশ করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

এনসিপি আয়োজিত জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক আলোচনা সভায় এমন আশা প্রকাশ করেন তিনি।

শিশির মনির বলেন, ‘ধৈর্য্য তিক্ত বিষয় কিন্তু তার ফল হয় মিষ্টি। এনসিপি জুলাই সনদের ব্যাপারে ধৈর্য্য ধরেছে, আশা করছি তারা সেটার ভালো ফল ভোগ করবে। জুলাই সনদে স্বাক্ষর করতে এনসিপির আর বাধা থাকার কথা না। আমি আশা করব তারা স্বাক্ষর করবে।’

এসময় শিশির মনির আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সঙ্গে দলের প্রধান হতে পারবে না। ১০ বছরের বেশি কেউ রাষ্ট্রপ্রধান থাকতে পারবে না। সেটা একাধারে হোক কিংবা বিরতি দিয়ে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। অনেক বিষয়ে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে, যেটা আগে ছিল না। আগামী ৩০ বছর যদি নতুন একটা কাঠামোর মধ্যে দেশ চলে তাহলে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে নতুন আকার ধারণ করবে।’

শিশির মনির আরও বলেন, ‘আমরা (জামায়াত) বলেছি—জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক। একই সঙ্গে দুই ভোট হলে গুরুত্ব হারিয়ে যাবে। নভেম্বর শেষ সপ্তাহে চাইলেই গণভোট করা যায়। এটা কঠিন কিছু না। এখানে প্রার্থী নেই, উইথড্র নেই, তেমন আচরণবিধি নেই। সরকার ঘোষণা দিলেই গণভোট করা সম্ভব।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি, সুপ্রিম কোর্টের আইনজীবী এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ শাহান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা মিলি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত