স্ট্রিম প্রতিবেদক

প্রবাসী ও অনিবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা রেখে নতুন ডাক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫’ নামে এই আইনটি ১২৭ বছরের পুরনো ‘পোস্ট অফিস অ্যাক্ট, ১৮৯৮’-কে প্রতিস্থাপন করবে। এর মাধ্যমে গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে মনে করছে সরকার।
নতুন এই অধ্যাদেশের খসড়ায় ডাক ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খসড়া আইন অনুযায়ী, বাংলাদেশ ডাকের অধীনে একটি ‘নিয়ন্ত্রণ উইং’ প্রতিষ্ঠা করা হবে। এই উইং বাণিজ্যিক ডাক ও কুরিয়ার অপারেটরদের লাইসেন্স দেবে এবং তাদের কার্যক্রম তদারকি করবে। লাইসেন্স ছাড়া ব্যবসা করলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
আইনে ডিজিটাল ডাকটিকিট (ই-স্ট্যাম্পিং) চালু এবং সব অপারেটরের জন্য একটি কেন্দ্রীয় ট্র্যাকিং প্ল্যাটফর্ম তৈরির কথা বলা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক পার্সেলের জন্য ইলেকট্রনিকভাবে অগ্রিম তথ্য যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। এতে অবৈধ লেনদেন প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানাচ্ছে মন্ত্রণালয়।
এই আইনে ডাকসেবাকে ‘জরুরি সেবা’ হিসেবেও ঘোষণা দেওয়া হয়েছে। ফলে জাতীয় সংকটের সময় ডাক বিভাগের কর্মী ও যানবাহন অগ্রাধিকার পাবে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত নাগরিকদের ঠিকানা ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে।
এই অধ্যাদেশে ডাকঘর সঞ্চয় ব্যাংক ও ডাক জীবন বীমাকে রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত ‘অধিকারী ডাকসেবা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
অধ্যাদেশটির খসড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ৪ নভেম্বরের মধ্যে জনগণ এ বিষয়ে মতামত জানাতে পারবে। এছাড়া, ৩০ অক্টোবর সংশ্লিষ্টদের নিয়ে জেনারেল পোস্ট অফিসে (জিপিও) একটি সভা অনুষ্ঠিত হবে।

প্রবাসী ও অনিবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা রেখে নতুন ডাক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫’ নামে এই আইনটি ১২৭ বছরের পুরনো ‘পোস্ট অফিস অ্যাক্ট, ১৮৯৮’-কে প্রতিস্থাপন করবে। এর মাধ্যমে গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে মনে করছে সরকার।
নতুন এই অধ্যাদেশের খসড়ায় ডাক ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খসড়া আইন অনুযায়ী, বাংলাদেশ ডাকের অধীনে একটি ‘নিয়ন্ত্রণ উইং’ প্রতিষ্ঠা করা হবে। এই উইং বাণিজ্যিক ডাক ও কুরিয়ার অপারেটরদের লাইসেন্স দেবে এবং তাদের কার্যক্রম তদারকি করবে। লাইসেন্স ছাড়া ব্যবসা করলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
আইনে ডিজিটাল ডাকটিকিট (ই-স্ট্যাম্পিং) চালু এবং সব অপারেটরের জন্য একটি কেন্দ্রীয় ট্র্যাকিং প্ল্যাটফর্ম তৈরির কথা বলা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক পার্সেলের জন্য ইলেকট্রনিকভাবে অগ্রিম তথ্য যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। এতে অবৈধ লেনদেন প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানাচ্ছে মন্ত্রণালয়।
এই আইনে ডাকসেবাকে ‘জরুরি সেবা’ হিসেবেও ঘোষণা দেওয়া হয়েছে। ফলে জাতীয় সংকটের সময় ডাক বিভাগের কর্মী ও যানবাহন অগ্রাধিকার পাবে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত নাগরিকদের ঠিকানা ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে।
এই অধ্যাদেশে ডাকঘর সঞ্চয় ব্যাংক ও ডাক জীবন বীমাকে রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত ‘অধিকারী ডাকসেবা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
অধ্যাদেশটির খসড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী ৪ নভেম্বরের মধ্যে জনগণ এ বিষয়ে মতামত জানাতে পারবে। এছাড়া, ৩০ অক্টোবর সংশ্লিষ্টদের নিয়ে জেনারেল পোস্ট অফিসে (জিপিও) একটি সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরুর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিজেদের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
১ ঘণ্টা আগে
শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। অনতিবিলম্বে এ তিন দফা দাবি না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না হলে স্বরাষ্ট্র, আইন এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ডাকসু ভিপি।
১ ঘণ্টা আগে