leadT1ad

বেহেশতের কথা বলে ভোট পাওয়া যাবে না: ফারুক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৬: ০৭
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। সংগৃহীত ছবি

কে বেহেশতে নেবে—সেই কথা বলে ভোট পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন।

ফারুক বলেন, ‘বেহেশত–দোজখের মালিক মহান আল্লাহ। আমি অন্যায় করলে সেই সাজা দেবেন তিনি। কিন্তু মানুষকে নিজেদের পক্ষে নিতে যদি কেউ ইসলাম ধর্মকে বিকৃত করেন, তাহলে মানুষ সেটা কোনোদিন গ্রহণ করবে না। বেহেশতে কারা যাবেন, তা নির্ধারণ করবেন আল্লাহ। কে বেহেশতে নেবে, সে কথা বলে ভোট পাওয়া এত সহজ না।’

বিএনপি নেতা ফারুক বলেন, ‘আপনারা নিজেদের কর্মসূচি নিয়ে মাঠে যান। সাহস থাকলে নির্বাচনে আসেন। নির্বাচনের আগে এটা করতে হবে, এই প্রতীক না দিলে নির্বাচনে যাব না কিংবা প্রশাসনে বিএনপির লোক বেশি—এ অভিযোগ করে বিএনপিকে ছোট করা যাবে না। কাজেই নির্বাচনকে ব্যাহত করে আরেকটি শক্তিকে সুযোগ করে দেবেন নির্বাচন না করে ক্ষমতায় থাকার জন্য—সেটা বিএনপি মেনে নেবে না।’

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশকে কোনোভাবে ছোট করা যাবে না বলেও মন্তব্য করেন এই রাজনীতিবিদ। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি দেশ পেয়েছি, সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই দেশকে ছোট করে, একটি দেশের প্রতি তারা সমর্থন দিয়েছেন। ক্ষমা, ভুল আর অপরাধ—এ তিনটি কিন্তু এক নয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘কেয়ামতে মানুষের অপরাধ বিচার করবেন আল্লাহ। আর পৃথিবীতে বিচার করবেন বিচারপতিরা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন, বন্ধু থাকেন, কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন। কিন্তু বিভ্রান্তি না ছড়িয়ে আসুন নিজের জনপ্রিয়তা যাচাই করুন।’

জয়নুল আবদীন ফারুক বলেন, ‘শেখ হাসিনাকে শেখ মুজিবই ফ্যাসিবাদী বানিয়েছেন। শেখ মুজিব ভোট চুরি করেননি? গ্রেপ্তার করে এনে মানুষকে হত্যা করেননি? ছয় কোটি কম্বলের মধ্যে আমার কম্বল কোথায়—সেই প্রশ্ন কে করেনি? ব্যাংক ডাকাতির কথা বলেনি? এক মিনিটে গণতন্ত্র শেষ করেননি? হেলিকপ্টারে করে ভোটের বাক্স আনেননি? শেখ মুজিব যা করেছেন, শেখ হাসিনাও তা–ই করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। শেখ হাসিনার বিচার এ দেশে হবে। তার বিচারের রায়ের অপেক্ষায় আছি।’

ফারুক আরও বলেন, ‘তারেক রহমান ক্ষমতা চান না, ঐক্য চান। একটি মনোনয়ন নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করি—তিনি সেটা চান না। আমরা চাই, জিদের ভাত যেন কুকুরে না খায়।’

Ad 300x250

সম্পর্কিত