leadT1ad

নির্বাচন ও নারী নেতৃত্ব নিয়ে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করল ইসলামী আন্দোলন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৯: ৫২
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতারা। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠকে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও তরুণদের সম্পৃক্ততাসহ ইসলামী আন্দোলনের রাজনৈতিক দর্শন, দলীয় কাঠামো, চলমান কার্যক্রম ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটি।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দল ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন। এসময় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি, সংসদ সদস্য প্রার্থিতা নির্ধারণ প্রক্রিয়া ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী আন্দোলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল ইসলামী আন্দোলনের আসনভিত্তিক সমঝোতার ধারাবাহিক প্রচেষ্টা সম্পর্কে অবহিত হয় এবং অন্য রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপ ও সমঝোতা প্রক্রিয়া সম্পর্কেও দলের প্রতিনিধি দল তাঁদের অবহিত করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বেলেল নুর আজিজি, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা গোলাম মসিহ, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মো. রাজন সিকদার প্রমুখ।

অন্যদিকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টর ক্রিস্টোফার জে. ফাসনার, ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের (সিএনএএস) সিনিয়র ফেলো ও পরিচালক লিসা কার্টিস, গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া বিশেষজ্ঞ জেসিকা কিগান, আইআরআই-এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রোগ্রাম ডিরেক্টর জামি স্পাইকারম্যান, আইআরআই-এর রাজনৈতিক দল ও প্রচারাভিযান পরামর্শক জন ফ্লুহার্টি, পরামর্শক ড্যারিন বিইলেকি, প্রোগ্রাম পরামর্শক অমিতাভ ঘোষ।

Ad 300x250

সম্পর্কিত