স্ট্রিম প্রতিবেদক
আমার বাংলাদেশ (এবি) পার্টির পাঁচ জেলা কমিটি হঠাৎ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা পাঁচটি হচ্ছে— লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলা।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে এবি পার্টি নির্বাচনী আসনগুলোতে ব্যাপক মাত্রায় সাংগঠনিক তৎপরতা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য যেসব আসনে ইতিমধ্যে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেসব আসনে ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা একান্তই অপরিহার্য হয়ে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, যাদেরকে নির্দিষ্ট আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তারা এখন থেকে নিজ নিজ আসনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে। প্রার্থীগণ স্ব-উদ্যোগে নিজ আসনের বিভিন্ন স্তরে কমিটি গঠনের পদক্ষেপ নেবে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাজকে গতিশীল করার জন্য জেলা কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে বলে স্ট্রিমকে জানান দলটি ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম।
তিনি বলেন, ‘জেলা কমিটির মনোনয়ন পায়নি এমনসব নেতাদের সঙ্গে জটিলতা এড়াতে আপাতত কমিটি বিলুপ্ত করা হয়েছে। যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা যেন সানন্দে কাজ করতে পারে এইজন্য এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।’
গত ১৬ অক্টোবর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের ‘প্রাথমিক তালিকা’ ঘোষণা করে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।
আমার বাংলাদেশ (এবি) পার্টির পাঁচ জেলা কমিটি হঠাৎ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা পাঁচটি হচ্ছে— লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলা।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে এবি পার্টি নির্বাচনী আসনগুলোতে ব্যাপক মাত্রায় সাংগঠনিক তৎপরতা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য যেসব আসনে ইতিমধ্যে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে সেসব আসনে ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা একান্তই অপরিহার্য হয়ে পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত দলের জাতীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, যাদেরকে নির্দিষ্ট আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তারা এখন থেকে নিজ নিজ আসনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে। প্রার্থীগণ স্ব-উদ্যোগে নিজ আসনের বিভিন্ন স্তরে কমিটি গঠনের পদক্ষেপ নেবে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাজকে গতিশীল করার জন্য জেলা কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে বলে স্ট্রিমকে জানান দলটি ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম।
তিনি বলেন, ‘জেলা কমিটির মনোনয়ন পায়নি এমনসব নেতাদের সঙ্গে জটিলতা এড়াতে আপাতত কমিটি বিলুপ্ত করা হয়েছে। যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা যেন সানন্দে কাজ করতে পারে এইজন্য এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।’
গত ১৬ অক্টোবর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০৯ আসনে মনোনীত প্রার্থীদের ‘প্রাথমিক তালিকা’ ঘোষণা করে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।
এবি পার্টি ও আপ বাংলাদেশের শীর্ষ নেতারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। অন্যদিকে, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ছিলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
৩৯ মিনিট আগে“আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছি; সামনে আরও অনেক উদ্যোগ আপনারা দেখতে পাবেন,” জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে বলেন প্রধান উপদেষ্টা।
২ ঘণ্টা আগেনাহিদ ইসলাম বলেন, ‘যারা গণভোটের আগেই তত্ত্বাবধায়ক সরকারের আলাপ তুলতে চায় তাদের আচরণ দুরভিসন্ধিমূলক।’
৪ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠকে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও তরুণদের সম্পৃক্ততাসহ ইসলামী আন্দোলনের রাজনৈতিক দর্শন, দলীয় কাঠামো, চলমান কার্যক্রম ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটি।
৪ ঘণ্টা আগে