.png)

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠকে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও তরুণদের সম্পৃক্ততাসহ ইসলামী আন্দোলনের রাজনৈতিক দর্শন, দলীয় কাঠামো, চলমান কার্যক্রম ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটি।

রেজাউল করিম বলেছেন, ‘আবরার ফাহাদের হত্যাকাণ্ড আমাদের ভয়ংকর রাজনীতির এক কালো অধ্যায়। ভারতীয় আধিপত্যবাদ কত নগ্ন ও নির্মমভাবে আমাদের ওপরে চেপে বসেছিল, তার নৃশংস দৃষ্টান্ত এটা। একইসঙ্গে দেশে রাজনীতির নামে যে নীতিহীন স্বার্থবাদের প্যারাডাইম তৈরি হয়েছিল, তারও একটি উদাহারণ।

চরমোনাই পীর বলেন, ‘স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে তারা দেশকে বারবার দুর্নীতির চ্যাম্পিয়নে পরিণত করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া বানিয়েছে। দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছে। এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন বাস্তবায়ন করা।’

পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, এখন আবার কেউ কেউ নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার চেষ্টা করছে। দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না