leadT1ad

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের অনুষ্ঠান ঘিরে কী ঘটেছিল

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৯
স্ট্রিম কোলাজ

যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের একটি অনুষ্ঠান ঘিরে বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ‍্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশের গণমাধ্যমগুলোতে বিভিন্ন খবর প্রকাশ পেয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। সেই সঙ্গে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনও। তাঁরা বলছেন, ঘটনাস্থলে দুটি গাড়িতে ‘ডিম নিক্ষেপ’ করেন দুষ্কৃতিকারীরা। তবে সেই গাড়ি দুটিতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না।

খোঁজ নিয়ে জানা যায়, লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির (স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) খালিলি লেকচার থিয়েটার হলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ শীর্ষক একটি অনুষ্ঠান চলছিল। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠান চলাকালে লেকচার থিয়েটার হলের বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ করার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ‍্যমে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক নাওমি হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মাহফুজ আলম। আলোচনায় ২০২৪-এর গণ-অভ্যুত্থানের নানা দিক উঠে আসে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে এটির আয়োজন করা হয়।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটো অনুষ্ঠানে অংশ নেন। উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল ৪টায় ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পুর্তিতে স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করে।

উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন উল্লেখ করে এতে আরও বলা হয়, এ সময় আওয়ামী লীগের ১৮ জন কর্মী সোয়াস-এর সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তবে অনুষ্ঠানস্থলে আসতে উপদেষ্টার গাড়ির কোনো সমস্যা হয়নি। সোয়াসের অনুরোধে আগে থেকেই পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।

উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা অপেক্ষমাণ গাড়ির ওপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে হাইকমিশন বলছে, অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম এবং হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন। তারা সোয়াস ক্যাম্পাস ত্যাগ করার পর বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং আরো কয়েকজন দুষ্কৃতকারী খালি গাড়ি দুটিতে ডিম নিক্ষেপ করে। যারা রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছিল পুলিশ তাদের সরিয়ে দেয়।

পরে বিষয়টির বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে পোস্ট দেন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। তিনিও একইরকম তথ্য তুলে ধরে জানান, এরপর উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে ৭টায় নির্ধারিত সময়ে বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র এবং সাংবাদিকরা যোগ দিয়েছিলেন বলেও জানায় হাইকমিশন। ফেসবুকে দেওয়া বিবৃতিতে বলা হয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আশ্বাস দিয়েছে।

Ad 300x250

সম্পর্কিত