leadT1ad

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, লালগালিচায় অভ্যর্থনা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ভুটানের প্রধানমন্ত্রীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকায় পৌঁছেছেন। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় তাঁকে বহন করা বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং জানায়, ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এসময় প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

ভুটানের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
ভুটানের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বৈঠকের পর ভূটানের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে করা অস্থায়ী মঞ্চে যান ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ১৯ বার তোপধ্বনি দেওয়া হয় এবং তোবগেকে গার্ড অব অনার দেওয়া হয়।

বিমানবন্দরের থেকে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন, যেখানে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং পরিদর্শন বইতে সই করবেন।

ভুটানের প্রধানমন্ত্রীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন উপদেষ্টা পরিষদের সদস্য ও তিন বাহিনীর প্রধানরা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
ভুটানের প্রধানমন্ত্রীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন উপদেষ্টা পরিষদের সদস্য ও তিন বাহিনীর প্রধানরা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ভুটানের প্রধানমন্ত্রীর বেলা ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করবেন। তার আগে পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

এছাড়া সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোমগের সম্মানে একটি আনুষ্ঠানিক নৈশভোজেরও আয়োজন করা হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত