leadT1ad

সন্ধ্যায় দুবার ভূমিকম্প, উৎপত্তিস্থল ঢাকা-নরসিংদী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ভূমিকম্প। প্রতীকী ছবি

আবার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় দুবার কেঁপে ওঠে রাজধানী। এর একটির উৎপত্তি রাজধানীর বাড্ডা; অন্যটি নরসিংদীতে। আবহাওয়া অধিদপ্তরের বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। দুটিরই উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর স্ট্রিমকে বলেন, ‘৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায়। আর ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। প্রথমে দুটিরই উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা বলা হয়েছিল।’

এ নিয়ে দুই দিনের মধ্যে চারবার ভূমিকম্প হলো। আগের দুটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এর মধ্যে গতকাল শুক্রবার প্রথম রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর ঠিক ২৪ ঘণ্টা পর আজ শনিবার সকালে একই সময়ে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। যদিও আবহাওয়া অধিদপ্তর প্রথমে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল জানিয়েছিল সাভারের বাইপাইল। তবে বিকেলে সংশোধিত বিজ্ঞপ্তিতে উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বের নরসিংদীর পলাশে বলে জানায়।

গতকাল শুক্রবারের ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারাদেশ। এতে শিশুসহ ১০ জনের মৃত্যু ও ছয় শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে উৎপত্তিস্থল নরসিংদীতে। এ ছাড়া ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন।

ভূমিকম্পে নরসিংদীর অসংখ্য ভবন ও সড়কে ফাটল দেখা দিয়েছে। রাজধানীতেও বেশ কিছু ভবন হেলে পড়েছে বলে তথ্য পাওয়া গেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত