leadT1ad

ভূমিকম্পে বংশালে ভবনের রেলিং পড়ে ৩ পথচারী নিহত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বংশালের কসাইটুলিতে সাততলা ভবনের ছাদের রেলিং ভেঙে ইট নিচে পড়ে। ছবি সংগৃহীত

রাজধানীর বংশালের কসাইটুলিতে সাততলা ভবনের ছাদের রেলিং ভেঙে তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল হোসেন স্ট্রিমকে বলেন, সাততলার রেলিং থেকে ইট খুলে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। দুজন ঘটনাস্থলেই মারা যান। মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়। এখনও তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পর অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি নরদিংসদীর মাধবদীতে।

অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী সদর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। বিভিন্ন রাস্তায় অসংখ্য মানুষকে উদ্বিগ্ন দেখা যায়।

রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। বাড্ডা লিংক রোড এলাকার একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়েছে বলে জানা গেছে। হাতিরঝিল সংলগ্ন মধুবাগ এলাকায় একটি বহুতল ভবন পাশের অপর একটি ভবনের গায়ে হেলে পড়েছে।

আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর একটি ভবনে দুই দেয়ালের সংযোগস্থলে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।

মিরপুর ১০ নম্বরের কাছাকাছি এবং রাজধানীর নিকুঞ্জ এলাকায় পৃথক দুটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মিরপুরের ভবনটির বাসিন্দারা অক্ষত থাকলেও নিকুঞ্জের হেলে পড়া ভবনের গায়ে একাধিক ফাটল দেখা দিয়েছে।

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এবং শেওড়াপাড়া এলাকায় অন্তত দুটি ভবন হেলে পড়ার তথ্য পাওয়া গেছে। রাজধানীর নিউ মার্কেট এলাকার একটি ভবন হেলে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত