leadT1ad

ওবায়দুল কাদেরের ছোট ভাই গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৭: ৫৭
শাহাদাত হোসেন। সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ডিবির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের সদস্যরা ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।

ডিবি গুলশান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্ট্রিমকে জানান, 'ওবায়দুল কাদেরের ছোট ভাইয়েরর বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা আছে। সেই মামলার তদন্ত কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে আমাদের ডিবির একটি টিম তাঁকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে।'

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতা-কর্মীর গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন ডিএমপির উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই মো. শাহাদাত হোসেন (৬১) রয়েছেন। এছাড়া অন্যরা হলেন খিলক্ষেত থানা শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. আব্দুল খালেক (৪৬), ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাজী সিরাজুল ইসলাম মনা (৫৯), ঢাকা তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা (৬০), নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা কৃষকলীগের সভাপতি রুবেল বালী (৪৫), পিরোজপুর জেলার কাউখালি থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বিপুল বরণ ঘোষ (৪৬), নরসিংদী জেলার আমিরগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি নাঈমুল ভূঁইয়া বাশার (৩২), ঢাকা দক্ষিণখান থানা শ্রমিকলীগের সহসাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন সাইফুল (৪২) ও ঢাকা মহানগর ৬৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল আউয়াল (৪৫)।

Ad 300x250

সম্পর্কিত