leadT1ad

ভূমিকম্পে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিভিন্ন স্থানে উৎপাদন ব্যাহত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৪: ২২
ভূমিকম্পে নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব-স্টেশন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ট্রিম ছবি

নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে জাতীয় গ্রিডের সাব-স্টেশনের যন্ত্রাংশ পুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল শহিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, ভূমিকম্পের কারণে এ আগুনের ঘটনা ঘটে৷ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন তারা।

বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত

ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এর ফলে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

এক বার্তায় পিডিবি বলেছে, ভূমিকম্পজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

পিডিবির জনসংযোগ দপ্তরের পরিচালক শামীম হাসান জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। ভূমিকম্পের পরে আরেকটি ইউনিট বন্ধ হয়ে গেছে। বিবিয়ানায় ইউনাইটেডের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা দেখিয়েছে, ৫ দশমিক ৫। উপকেন্দ্র বলছে নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে।

ভূমিকম্পে ঢাকার বংশালে ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী মারা গেছে; ফাটল ধরেছে বহু ভবনে। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ভবনের দেয়াল ধসে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত