leadT1ad

স্পর্শকাতর এলাকায় পুলিশের বডি ক্যামেরা থাকবে: অর্থ উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৩: ৫১
সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি

আগামী জাতীয় নির্বাচনে মাঠ–পর্যায়ে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে স্পর্শকাতর এলাকাগুলোতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে। তবে আগে ৪০ হাজার ক্যামেরা কেনার যে পরিকল্পনা ছিল, এখন সেই সংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

বডি ক্যামেরা নিয়ে আলোচনার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। প্রথমে অনেক বেশি ক্যামেরা কেনার পরিকল্পনা ছিল। সেজন্য আমরা বলেছি, আপনারা পর্যালোচনা করে আসুন। মূল্যটা আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করা হবে—একটা স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকিউরমেন্ট হতে হবে।’

ড. সালাহউদ্দিন আহমেদ আরও জানান, এখন বডি ক্যামেরা আরও যৌক্তিকভাবে কেনা হবে। তিনি বলেন, ‘খুব উচ্চাকাঙ্ক্ষীভাবে সব জায়গায় নয়, শুধু যেসব এলাকা স্পর্শকাতর, সেখানে বডি ক্যামেরা ব্যবহারের জন্য আমরা পরামর্শ দিয়েছি।’

আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই এই পরামর্শ দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সব এলাকায় বডি ক্যাম দেওয়া সম্ভব নয় কারণ এগুলো মনিটর করার এবং ছবি এলে ব্যবস্থা নেওয়ার বিষয় আছে। তাই স্পর্শকাতর যে জায়গাগুলো আছে, সেগুলো নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে তারা কিনবে।’

আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কমানোর বিষয়টি নিশ্চিত করে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, সংখ্যাটা যৌক্তিক করা হচ্ছে—সংখ্যা কমবে। তবে কতটা কমবে, এখনই বলব না। প্রস্তাব এলে জানা যাবে।’

কবে নাগাদ কেনার প্রস্তাব আসবে এমন প্রশ্নের জবাবে ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘খুব শিগগিরই, হয়তো আগামী সপ্তাহেই তারা প্রস্তাব আনবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত