leadT1ad

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবি

হরতালে অচল মোংলা বন্দরসহ জেলা, জনভোগান্তি চরমে

সর্বদলীয় সম্মিলিত কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার (১০ ও ১১ সেপ্টেম্বর) জেলা জুড়ে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হবে। এর প্রথম দিনেই অচল হয়ে পড়ে মোংলা সমুদ্রবন্দরসহ পুরো জেলা।

স্ট্রিম সংবাদদাতাবাগেরহাট
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪৮
বাগেরহাটে টায়ার, কাঠ পুড়িয়ে বুধবার সড়ক অবরোধ করে পিকেটারেবা। স্ট্রিম ছবি

বাগেরহাটে জাতীয় সংসদীয় আসন চারটি বহালের দাবিতে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধে অচল হয়ে পড়ে মোংলা সমুদ্রবন্দরসহ পুরো জেলা। এর প্রথম দিন বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা এই কর্মসূচিতে কার্যত স্থবির হয়ে পড়েছে জেলার জীবনযাত্রা।

তবে হরতালকেন্দ্র করে বিকাল পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।

সর্বদলীয় সম্মিলিত কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার (১০ ও ১১ সেপ্টেম্বর) জেলা জুড়ে টানা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হবে। তবে অ্যাম্বুলেন্স, শিক্ষার্থীদের বহনকারী গাড়ি ও জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

এদিকে সর্বাত্মক হারতালের প্রথম দিনে বুধবার সকাল থেকেই বাগেরহাট থেকে ঢাকা, খুলনা চট্টগ্রামসহ দেশের সব দূরপাল্লা ও আন্তঃজেলা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। থেমে যায় দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর মোংলায় আমদানি-রপ্তানির পণ্য পরিবহনও।

বাগেরহাটে টায়ার, কাঠ পুড়িয়ে বুধবার সড়ক অবরোধ করে পিকেটারেবা। স্ট্রিম ছবি
বাগেরহাটে টায়ার, কাঠ পুড়িয়ে বুধবার সড়ক অবরোধ করে পিকেটারেবা। স্ট্রিম ছবি

এ দিন হরতালকারীরা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ও নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেওয়ায় কর্মকর্তারা তাঁদের দপ্তরে ঢুকতে পারেননি। বন্ধ ছিল শহরের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কার্যক্রম।

চিকিৎসার প্রয়োজনে বের হওয়া রোগীরাও পড়েন বিপাকে। শহরে ফার্মেসি ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

জেলার শতাধিক স্থানে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে ও মাছ ধরার জাল টানিয়ে সড়ক-মহাসড়ক অবরোধ করে পিকেটাররা। ফলে মোংলা বন্দরসহ বাগেরহাট কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ছাড়া হরতালে বন্ধ রয়েছে জেলার মোরেলগঞ্জের পানগুছি ও মোংলা নদীতে ফেরি চলাচল। দীর্ঘ দূরপাল্লার যাত্রীদের অনেকেই বাস টার্মিনাল বা সড়কের পাশে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যানবাহন পাননি।

খুলনায় চিকিৎসার উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রী রাবেয়া বেগম বলেন, ‘সকালে বের হয়েছি, কিন্তু বাস নেই। রিকশা-ভ্যানেও দূরে যাওয়া যায় না। মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে পারছি না, অসহায় লাগছে।’

হরতালে বন্দনের পণ্য আটকা পড়ায় ক্ষতির শঙ্কা জানিয়ে ব্যবসায়ী শওকত হোসেন বলেন, ‘মোংলা বন্দরে মাল আটকে আছে, পরিবহন না চলায় সময় মতো পণ্য সরবরাহ করতে পারছি না। এতে ব্যবসায় বড় ক্ষতি হবে।’

বাগেরহাটে বুধবার হরতালে সড়ক অবরোধ করা জাল দিয়ে। স্ট্রিম ছবি
বাগেরহাটে বুধবার হরতালে সড়ক অবরোধ করা জাল দিয়ে। স্ট্রিম ছবি

নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন বলে মন্তব্য করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড-শিল্পাঞ্চল ও দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের গুরুত্ব বিবেচনায় জেলায় চারটি আসন বহাল রাখা জরুরি।

জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম বলেন, ‘এই আন্দোলন কোনো দলের নয়, এটি জনস্বার্থের আন্দোলন। নির্বাচন কমিশনকে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, নইলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের ৩০ জুলাই বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার খসড়া প্রস্তাব দেয় নির্বাচন কমিশনের (ইসি) বিশেষ কারিগরি কমিটি। পরে ওই প্রস্তাবের ওপরই বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি।

ইসির গেজেড অনুযায়ী, ১৯৬৯ সাল থেকে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছে বাগেরহাটে। এবার ইসির চূড়ান্ত গেজেট অনুযায়ী প্রতিটি আসনের অধীনে তিনটি করে উপজেলাকে অন্তর্ভূক্ত করা হয়ছে। এতে বাগেরহাট ১ আসনে সদর, চিতলমারী ও মোল্লাহাট; বাগেরহাট ২ আসনে ফকিরহাট রামপাল ও মোংলা এবং বাগেরহাট ৩ আসনে কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা ‍উপজেলাকে অন্তর্ভূক্ত করে সীমানা নির্ধারণ করা হয়েছে। এরপর প্রতিবাদে আন্দোলন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ স্থানীয় লোকজন।

Ad 300x250

আংশিক রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা দেবে সরকার

দক্ষিণ এশিয়ায় ছাত্রনেতা থেকে জাতীয় নেতা হয়েছিলেন যাঁরা

তিন দিন পেরোতেই ক্ষুব্ধ নেপালের জেনজিরা—‘আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে’

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের প্রতিক্রিয়ায় মহিলা পরিষদের বিবৃতি

জাকসু: রাতভর নির্বাচন কমিশনের সদস্যদের অবরুদ্ধ রাখল ‘সম্প্রীতির ঐক্য’

সম্পর্কিত