leadT1ad

সাতসকালে আবার ভূমিকম্প, এবারও উৎপত্তিস্থল নরসিংদী

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ভূমিকম্প। প্রতীকী ছবি

সাতসকালে আবারও রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটি ছিল হালকা মাত্রার। সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় দেশে ভূকম্পন অনুভূত হয়। ৪ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। এরপর গত সোমবার (১ ডিসেম্বর) রাতে মিয়ানমারের ফালামে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল থেকেও এর ভূকম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পপি বাংলাদেশে আঘাত হানে গত ২১ নভেম্বর। সেই ভূমিকম্পে দেশের তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থলও ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

পরদিন সকালে আবারও নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। পরে সেদিন সন্ধ্যায়ই কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প হয়। যার একটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা, আরেকটি নরসিংদী।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত