leadT1ad

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ মোনাজাত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৮
জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। ছবি: বিএনপির মিডিয়া সেল থেকে নেওয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সারা দেশে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে দলটির নেতা–কর্মীদের আয়োজনে এই বিশেষ মোনাজাত করা হয়।

রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ শেষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।

মোনাজাত শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল (শনিবার) কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তবে শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি উড়োজাহাজে ভ্রমণ করতে পারবেন কি না, সে বিষয়ে চিকিৎসকেরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

এদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে আজ সকাল পৌনে ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবায়দা রহমান। ঢাকায় অবতরণের পর তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে প্রায় আড়াই ঘণ্টা শাশুড়ির পাশে অবস্থান করার পর তিনি ধানমন্ডির ৫ নম্বর সড়কে তাঁর বাবার বাড়িতে যান।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বিমানযাত্রার বিষয়ে ‘গ্রিন সিগনাল’ বা অনুমতি না দেওয়া পর্যন্ত ডা. জোবায়দা রহমান ঢাকায় অবস্থান করবেন। এখন পর্যন্ত আগামী রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।

Ad 300x250

সম্পর্কিত