leadT1ad

বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক রূপান্তরে পাশে থাকার আশ্বাস কমনওয়েলথ মহাসচিবের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৮: ৪৮
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে। সংগৃহীত ছবি

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে। তিনি বলেন, ‘কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে পাশে থাকবে। আমাদের ৫৬ সদস্য দেশ যার মধ্যে জি-৭ ও জি-২০-এর সদস্যরাও রয়েছে, একে অপরকে শক্তিশালী করতে নিজেদের সম্পদ ও সামর্থ্য ব্যবহার করতে পারে।’

আজ সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের সময় তিনি এ আশ্বাস দেন।

কমনওয়েলথ মহাসচিব জানান, আসন্ন নির্বাচনের আগে বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ। শার্লি আয়োরকর বচওয়ে উল্লেখ করেন, তিনি ইতিমধ্যেই প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।

এর আগে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণতান্ত্রিক রূপান্তর এবং একটি অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে আন্তর্জাতিক এই সংস্থার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে আপনারা সমর্থন দেবেন বলে আমি আশা করি।’ এ সময় তিনি বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করায় কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ জানান ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি ও ড. ইউনূসের ‘তিন শূন্য’ ভিশন (বেকারত্ব, কার্বন নির্গমন ও দারিদ্র্য বা বৈষম্য শূন্যে নামিয়ে আনা) বাস্তবায়ন নিয়েও আলোচনা করেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত