leadT1ad

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদির পোস্ট

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

২০১৫ সালে খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ। ছবি: নরেন্দ্র মোদির ফেসবুক পেজ থেকে নেওয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্ট তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

ওই পোস্টে নরেন্দ্র মোদি লিখেন, ‘বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে অবদান রাখা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল।’

নরেন্দ্র মোদির পোস্টের স্ক্রিনশট
নরেন্দ্র মোদির পোস্টের স্ক্রিনশট

ভারতের প্রধানমন্ত্রী তাঁর পোস্টে আরও বলেন, ‘ভারত যেকোনো উপায়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।’

Ad 300x250

সম্পর্কিত