.png)
ডাকসু নির্বাচন
ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত—এই সাতটি প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে।

স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত এ কড়াকড়ি থাকবে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত—এই সাতটি প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমের মতো জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি ক্যাম্পাসে ঢুকতে পারবে না।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যরা তাঁদের পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে ওই সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশের জন্য শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যদের (যারা শিক্ষার্থী বা কর্মী নন) প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত এ কড়াকড়ি থাকবে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত—এই সাতটি প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমের মতো জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি ক্যাম্পাসে ঢুকতে পারবে না।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যরা তাঁদের পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে ওই সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশের জন্য শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যদের (যারা শিক্ষার্থী বা কর্মী নন) প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
.png)

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে আটটি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী। আজ রোববার (২৬ অক্টোবর) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের মৃত্যুর পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর বিকাল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে।
২ ঘণ্টা আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ডলফিন আমাদের নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে—আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে।’
৩ ঘণ্টা আগে
হত্যা, দুর্নীতি ও রায় জালিয়াতির পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এএসএম আব্দুল মোবিন এবং বিচারপতি মো. সগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে এ রুল জারি করে।
৩ ঘণ্টা আগে