leadT1ad

নির্বাচন আয়োজনে নাগরিকদের মধ্যে শঙ্কা আছে: দেবপ্রিয় ভট্টাচার্য

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

বক্তব্য দিচ্ছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে নাগরিকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা দূর করে আস্থা ফিরিয়ে আনতে সরকার এবং নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) খুলনায় নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সকালে খুলনা নগরের একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রত্যাশা পূরণের পদ্ধতি নিয়ে এই নাগরিক সংলাপের আয়োজন করা হয়। সাত বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরে একই ধরনের পরামর্শ সভা করছে প্ল্যাটফর্মটি।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নাগরিক ইশতেহার তৈরির কাজ চলছে। নাগরিকদের কণ্ঠস্বর রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, শুধুমাত্র ইশতেহারে সংযুক্ত হলেই তা বাস্তবায়িত হয় না; তাই সবারই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

চট্টগ্রাম বন্দর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক সংস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। এ জন্য বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন হতে পারে। কিন্তু সঠিক সংস্কার যদি বেঠিক পদ্ধতিতে হয়, তাহলে সংশ্লিষ্ট সংস্থা কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে অস্বচ্ছতা ও ধীরগতি দেখা যাচ্ছে, তার কারণে আমরা সুফল থেকে বঞ্চিত হবো।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতা, নানা শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেন। সেখানে কর্মসংস্থান, উপকূলীয় মানুষের সুবিধা বৃদ্ধি, সুন্দরবন সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ নানা দাবি উঠে আসে।

নাগরিক সমাজের প্রতিনিধিরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মৌলিক সংস্কার, সুশাসন নিশ্চিতে সরকারকে কার্যকর ভূমিকার রাখার তাগিদ দেন।

Ad 300x250

সম্পর্কিত