স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চোখে ও মাথায় লাল কাপড় বেঁধে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেন কয়েকশ শিক্ষার্থী।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলা থেকে শুরু হয়ে সমাবর্তন চত্বরে শেষ হয়। এ সময় রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষ জড়িতদের বিচারের দাবি জানান মিছিলে অংশগ্রহণকারীরা।
বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থী মীরা বলেন, ‘আমাদের চোখ এখন যেমন বন্ধ, তেমন আমাদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের চোখও বন্ধ। তারা এই বর্বর হামলায় আমাদের করুণ অবস্থা দেখতে পাচ্ছেন না। এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদের অবস্থান বোঝালাম। সেই সাথে আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।’
আন্দোলনরত শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রশাসনের সঙ্গে আলোচনায় ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। পাশাপাশি হল খুলে দেওয়া ও আন্দোলনকারীদের হয়রানি না করার আশ্বাসের বিষয়টি প্রশাসনের লিখিত দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা না করে পুনরায় আলোচনার প্রস্তাব, পূর্বনির্ধারিত আলোচনার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, ‘আমরা দুইটি বিষয়ে প্রশাসনের লিখিতপত্র দেওয়ার পরেই আমরা পরবর্তী আলোচনায় বসব। একই সঙ্গে রোববার শিক্ষার্থীদের ওপর বহিরাগতের হামলার বিষয়টি তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠনের দাবি জানাচ্ছি।’
এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা কেন্দ্র করে সভাস্থলে তালা দিয়ে শিক্ষকদের সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তবে রাত আটটার দিকে বহিরাগতরা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর করে তারা। হামলায় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত বিচার দাবিতে বিক্ষোভ, রেলরাইন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সর্বশেষ মঙ্গলবার রাতে প্রশাসনের আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন তারা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আবারও আলোচনার আহ্বান জানালে নতুন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চোখে ও মাথায় লাল কাপড় বেঁধে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেন কয়েকশ শিক্ষার্থী।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলা থেকে শুরু হয়ে সমাবর্তন চত্বরে শেষ হয়। এ সময় রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষ জড়িতদের বিচারের দাবি জানান মিছিলে অংশগ্রহণকারীরা।
বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থী মীরা বলেন, ‘আমাদের চোখ এখন যেমন বন্ধ, তেমন আমাদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের চোখও বন্ধ। তারা এই বর্বর হামলায় আমাদের করুণ অবস্থা দেখতে পাচ্ছেন না। এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদের অবস্থান বোঝালাম। সেই সাথে আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।’
আন্দোলনরত শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রশাসনের সঙ্গে আলোচনায় ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। পাশাপাশি হল খুলে দেওয়া ও আন্দোলনকারীদের হয়রানি না করার আশ্বাসের বিষয়টি প্রশাসনের লিখিত দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা না করে পুনরায় আলোচনার প্রস্তাব, পূর্বনির্ধারিত আলোচনার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, ‘আমরা দুইটি বিষয়ে প্রশাসনের লিখিতপত্র দেওয়ার পরেই আমরা পরবর্তী আলোচনায় বসব। একই সঙ্গে রোববার শিক্ষার্থীদের ওপর বহিরাগতের হামলার বিষয়টি তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠনের দাবি জানাচ্ছি।’
এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা কেন্দ্র করে সভাস্থলে তালা দিয়ে শিক্ষকদের সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তবে রাত আটটার দিকে বহিরাগতরা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর করে তারা। হামলায় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত বিচার দাবিতে বিক্ষোভ, রেলরাইন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সর্বশেষ মঙ্গলবার রাতে প্রশাসনের আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন তারা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আবারও আলোচনার আহ্বান জানালে নতুন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে।
৭ ঘণ্টা আগে
ফেনীর সোনাগাজী সমিতি ঢাকার নির্বাহী ও উপদেষ্টা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার গাজী আশরাফ উদ্দিন আহমেদ সভাপতি এবং কাস্টমস কমিশনার (অব.) এনামুল হক সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
৭ ঘণ্টা আগেজুলাই আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। তিনি সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রয়েছে সাতজনের কবর। তাদের সবাই স্বাধীন বাংলাদেশের অথবা অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী কিংবা সংসদ সদস্য ছিলেন। একই স্থানে দাফন করার জন্য জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির নাম আলোচনায় এসেছে।
৭ ঘণ্টা আগে