.png)

স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন, ব্যাগসহ বেশ কিছু সামগ্রী বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল রোববার রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সব নিষেধাজ্ঞার ব্যাপারে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথ প্রস্তুত করা হয়েছে। সব ভোটার উপস্থিত হয়ে গড়ে ১০ মিনিট করে সময় নিলেও নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এবারের ডাকসু নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন নারী।
নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো একক ও জোটবদ্ধ প্যানেল দিয়েছে। এছাড়াও শতাধিক স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন, ব্যাগসহ বেশ কিছু সামগ্রী বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল রোববার রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সব নিষেধাজ্ঞার ব্যাপারে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথ প্রস্তুত করা হয়েছে। সব ভোটার উপস্থিত হয়ে গড়ে ১০ মিনিট করে সময় নিলেও নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এবারের ডাকসু নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন নারী।
নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো একক ও জোটবদ্ধ প্যানেল দিয়েছে। এছাড়াও শতাধিক স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
.png)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার চান্দুরা এলাকায় চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে অবস্থিত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের বালিকা শাখার ক্যাম্পাসে টিনের চালে দুটি পেট্রোল বোমা ছুড়ে নিক্ষেপ করেছেন দুষ্কৃতকারীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১২টার পর এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রকে অস্থিতিশীল করতে ‘পতিত ফ্যাসিবাদী’ আওয়ামী লীগ ও তার দোসরদের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে স্বায়ত্ত্বশাসিত চার বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ। এছাড়া ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারের ‘কঠোর ব্যবস্থা’ চায় সংসদগুলো।
২ ঘণ্টা আগে