leadT1ad

রাষ্ট্রপতিকে দিয়ে আদেশ জারির নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুললেন সরোয়ার তুষার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ২০: ২৫
সরোয়ার তুষার। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, কেন প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটা জারি করতে পারবেন না—জাতির উদ্দেশে তাঁর দেওয়া ভাষণে আমরা সে ব্যাখ্যা পাইনি। রাষ্ট্রপতিকে দিয়ে এই আদেশ জারি করালে এটার নৈতিক ভিত্তি থাকে কি না—সেই প্রশ্ন থেকে যায়। গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টার সাংবিধানিক আদেশের কথা বলে আসছিলাম।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

এ সময় সরোয়ার তুষার বলেন, ‘যেই আদেশটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, সেটিও আমরা যাচাই-বাছাই ও পর্যালোচনা করছি। পর্যালোচনা শেষ হলে আমাদের সভা হবে, পরে আমাদের দলের অবস্থানটা আনুষ্ঠানিকভাবে জানাব।’

এদিকে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা স্ট্রিমকে বলেন, ‘দলীয় সিদ্ধান্ত না নেওয়ার আগে তেমন কিছু বলা যাচ্ছে না। দলের নেতৃবৃন্দ বসে আমাদের কর্মপন্থা ঠিক করব।’

Ad 300x250

সম্পর্কিত