leadT1ad

চবির পর রাবিতে উত্তেজনা, ছাত্রদল ও 'শিক্ষার্থীদের' সংঘর্ষে আহত অন্তত ৮

স্ট্রিম সংবাদদাতারাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৫: ১৮
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২১: ১১
রাবিতে ছাত্রদলের সঙ্গে 'শিক্ষার্থীদের' সংঘর্ষ হয়েছে। স্ট্রিম ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয় অবরোধ করে আজ সকাল থেকে বিক্ষোভ করছে শাখা ছাত্রদল। চলমান কর্মসূচির এক পর্যায়ে ছাত্রদল ও 'শিক্ষার্থীদের' মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে অন্তত আটজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহের রহমান, মতিহার হল শাখা ছাত্রদলের সভাপতি হাসিম রানা ও ছাত্রদলের পক্ষে বিক্ষোভ সমাবেশে আসা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহির এবং ছাত্রশিবিরের কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ রয়েছেন বলে জানা গেছে।

চবির পর রাবিতে উত্তেজনা, ছাত্রদল-সাধারণ শিক্ষার্থী সংঘর্ষে আহত অন্তত ৮। স্ট্রিম ছবি
চবির পর রাবিতে উত্তেজনা, ছাত্রদল-সাধারণ শিক্ষার্থী সংঘর্ষে আহত অন্তত ৮। স্ট্রিম ছবি

প্রত্যক্ষ্যদর্শী শিক্ষার্থীরা জানান, আজ সকাল ৯টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে ছাত্রদল। আর সকাল ১০টা থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়। সোয়া ১০টার দিকে ছাত্রদলের কিছু কর্মী কোষাধ্যক্ষের কার্যালয়ের ভিতরে ঢুকে বারান্দায় থাকা একটি প্লাস্টিকের চেয়ার ভেঙে ফেলে এবং একটি টেবিল উল্টে দেয়। ওই টেবিলের পাশে বসেই মনোনয়ন পত্র বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তারা। এরপর ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা।

এ সময় ছাত্রদলকর্মীরা ‘জিয়ার সৈনিক এক হও/ লড়াই করো’, ‘প্রথমবর্ষের ভোটাধিকার, ছাত্রদলের অঙ্গিকার’, ‘আমার ভাইকে বাদ দিয়ে, রাকসুতে যাব না’, ‘রাকসু আমার অধিকার, তুমি কে বাদ দেওয়ার’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমরা কোনো ভাঙচুর করিনি। টেবিলটা শুধু সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।’

ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ও রাবি শাখার সদস্য অধ্যাপক এ নাঈম ফারুকি, সহ-প্রচার সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান মিজান ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিমসহ অন্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

চবির পর রাবিতে উত্তেজনা, ছাত্রদল-সাধারণ শিক্ষার্থী সংঘর্ষে আহত অন্তত ৮। স্ট্রিম ছবি
চবির পর রাবিতে উত্তেজনা, ছাত্রদল-সাধারণ শিক্ষার্থী সংঘর্ষে আহত অন্তত ৮। স্ট্রিম ছবি

এবিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘যখন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, তখন বর্তমানে প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। এখন আর তাদের ভোটার করার সুযোগ নেই। তারা আগামী নির্বাচনে ভোটাধিকার পাবেন।’

এদিকে গতকাল শনিবার মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে ভাড়া বাসার দারোয়ানের মারধরের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান স্থানীয়রা। উত্তেজনার এক পর্যায়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আজ সকাল ১১ টার দিকে শিক্ষার্থীদের ওপর আবারও হামলা করে স্থানীয় বাসিন্দারা। এ সময় হামলা থামাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো ভিসি) ও প্রক্টর আহত হয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত