leadT1ad

নরসিংদীর বহু ভবন-সড়কে ফাটল, ভূমিকম্পের উৎপত্তিস্থলে ঢাবির প্রতিনিধি দল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নরসিংদী

ভূমিকম্পে নরসিংদীতে বিভিন্ন ভবন ও সড়কে ফাটল দেখা দিয়েছে। স্ট্রিম ছবি

শুক্রবার হয়ে যাওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর অনেক ভবন ও সড়কে ফাটল দেখা দিয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে ভূমিকম্পের ভয়াবহতার চিত্র দেখা গেছে। শহরের ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও সড়ক জুড়েই শক্তিশালী ভূমিকম্পের ব্যাপক তাণ্ডবের চিহ্ন রয়ে গেছে। জনমনে আতঙ্ক কাটেনি এখনও।

সরেজমিন দেখা যায়, ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় ফাটল ধরেছে। কাছের লেবুপাড়া এলাকায় একটি গরুর খামারে মাঝামাঝি স্থানে বড় ফাঁক দেখা গেছে। খামারটিতে শতাধিক গরু রয়েছে।

অনেক বহুতল ভবনেও ফাটল দেখা দিয়েছে, কোথাও কোথাও ভবন হেলে পড়েছে। ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুনও লেগেছিল। সরকারি খাদ্য গুদামগুলোতেও ব্যাপক ফাটলের খবর পাওয়া গেছে।

শীতলক্ষ্যা নদীর ওপর পুরোনো রেলসেতুতে ফাটল দেখা দিয়েছে। নদীর পাড়ের বাসিন্দারাও আতঙ্কে ছিলেন। রফিক আহমেদ নামে স্থানীয় এক বাসিন্দা স্ট্রিমকে বলেন, ‘ভূমিকম্পের সময় নদীর পানি হঠাৎ উপচে উঠে প্রচণ্ড ঢেউ সৃষ্টি করে। আমরা অনেক ভয় পাই। পরে বুঝতে পারি ভূমিকম্প হয়েছে। জীবনে এমন কম্পন কখনও দেখিনি।’

শুক্রবার হয়ে যাওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর অনেক সড়কে ফাটল দেখা দিয়েছে। স্ট্রিম ছবি
শুক্রবার হয়ে যাওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর অনেক সড়কে ফাটল দেখা দিয়েছে। স্ট্রিম ছবি

ভূমিকম্পের সময় আতঙ্কিত ছিলেন প্রাণ-আরএফএল কারখানার শ্রমিকরা। কম্পনের সময় দৌড়াদৌড়িতে কয়েকজন আহত হন। শ্রমিক আবদুল সাত্তার বলেন, ‘প্রথমে মনে হয়েছিল বাইরে ভারী লরি যাচ্ছে। পরে দেখি সব ভবন কাঁপছে। সবাই দৌড়ে বের হতে গিয়ে কেউ আহত, কেউ অজ্ঞান হয়ে যায়।’

পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের দোকানদার ফজলু মিয়া বলেন, ‘হঠাৎ বিকট শব্দে মাটি ও চারপাশ কাঁপতে থাকে। কিছুক্ষণ পর কলেজের গেটের ভেতর মাটি সরে ফাটল দেখতে পাই। এমন দৃশ্য কখনো দেখিনি।’

ঝিনুক মিয়া নামে পলাশ উপজেলা সদরের এক ব্যবসায়ী বলেন, ‘আমি নাশতা করছিলাম। আচমকা ঝাঁকুনি অনুভব করি। দ্রুত দৌড়ে বের হয়ে যাই। মনে হয়েছিল এটাই জীবনের শেষ মুহূর্ত।’ একই অনুভূতি ছিল নরসিংদীজুড়ে। এখনো মানুষের মনে আশঙ্কা—আবার যদি এমন ঘটে।

ঘোড়াশাল বাজারে দেখা গেছে, অনেক দোকানের মালপত্র তাক থেকে নিচে পড়ে রয়েছে। সবার চোখেমুখে আতঙ্ক। জুতা দোকানি আলম মিয়া বলেন, ‘সব জুতা ও মালপত্র তাক থেকে নিচে পড়ে গেছে। কিছু আসবাবও ভেঙেছে।’

একই বাজারের মুদি দোকানদার আসলাম মিয়া বলেন, ‘কাঁচের সব মালামাল ভেঙে গেছে। প্রথমে মনে হয়েছিল কেউ হামলা করেছে, পরে বুঝলাম ভূমিকম্প। ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।’

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদীতে। যুক্তরাষ্ট্রের ইউএসজিএস জানিয়েছে, কেন্দ্রস্থল নরসিংদী সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে। ম্যাপ অনুযায়ী, তা পলাশ উপজেলার ডাঙ্গা গ্রাম, শীতলক্ষ্যা নদীর পাড়ে। ঘোড়াশাল পৌর শহর ও মাধবদীর কাছাকাছি হওয়ায় এই অঞ্চলই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশি তা অনুভব করেছে।

শুক্রবার হয়ে যাওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর অনেক সড়কে ফাটল দেখা দিয়েছে। স্ট্রিম ছবি
শুক্রবার হয়ে যাওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর অনেক সড়কে ফাটল দেখা দিয়েছে। স্ট্রিম ছবি

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাত সদস্যের একটি দল শনিবার ঘোড়াশালে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ধসে পড়া মাটির নমুনা সংগ্রহ শুরু করেছে। ঘোড়াশাল ডেইরি ফার্ম ও পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এলাকায় কাজ করে প্রতিনিধি দলটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. আ স ম ওবায়দুল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষা–নিরীক্ষার পর ভূমিকম্পের ধরন ও গভীরতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রশাসনের বিভিন্ন ইউনিট কাজ করছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির হিসাব জানানো হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান।

পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আলম সরকার বলেন, ‘উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ক্ষয়ক্ষতির হিসাব সংগ্রহ চলছে। এখন পর্যন্ত শতাধিক মাটির ঘর এবং অর্ধশতাধিক সরকারি-বেসরকারি ভবনে ফাটল ও ক্ষতির তথ্য পাওয়া গেছে। এর সংখ্যা আরও বাড়তে পারে।’

তিনি জানান, ভূমিকম্পে পলাশ উপজেলায় নিহত দুই পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং আরও কয়েকজন ক্ষতিগ্রস্তকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সহায়তা দেওয়া হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত