leadT1ad

প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’: লাঠিচার্জ-টিয়ারশেল-যানজট

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৮: ৪৩
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৯: ১০
প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। স্ট্রিম ছবি

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। পরে বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করলে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

আজ বুধবার (২৭ আগস্ট) বেলা দুইটার পর সরেজমিনে দেখা গেছে, সারা দেশ থেকে আসা প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ ও হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন। অধিকাংশ শিক্ষার্থীর ‍মুখে পেস্ট মাখানো। বিভিন্ন উপায়ে আগুন জ্বালিয়ে টিয়ার শেলের ধোঁয়া থেকে বাঁচার চেষ্টা করছেন তাঁরা।

এ সময় বন্ধ হয়ে যায় শাহবাগ, বাংলামোড়, কাঁটাবন, মৎস ভবনসহ আশপাশের এলাকার যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েরন সাধারণ যাত্রীরা।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কথা হয় মিজানুর রহমানের সঙ্গে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনার্স শেষ বর্ষের এই শিক্ষার্থী স্ট্রিমকে বলেন, ‘তিন দফা দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। বেলা দেড়টার দিকে আমরা যখন শাহবাগ থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করি, তখন বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালায় পুলিশ।

প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। স্ট্রিম ছবি
প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। স্ট্রিম ছবি

মিজান আরও বলেন, ‘এখানে হাজার হাজার শিক্ষার্থী। আপনি দেখেন, কারো হাতে লাঠি নাই। ইট নাই। এখানে কোনো টোকাই নাই। আমরা পুলিশের ওপর কোনো হামলা করিনি। পুলিশ অকারণে আমাদের মেরে আহত করেছে। সাউন্ডগ্রেনেড, টিয়ারশেল, লাঠিচার্জসহ জলকামানও ব্যবহার করেছে।’

বুয়েটের অনার্স শেষ বর্ষের আরেক শিক্ষার্থী ইনতিসার আহমেদ। তিনি স্ট্রিমকে বলেন, ‘মেধাবীদের আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন ড. ইউনূস৷ আমরা তাঁর বাসভবনের দিকে যেতে চাচ্ছিলাম তাঁকে একটা সফট ম্যাসেজ দিতে যে আমরা বিপদে আছি। আমাদের জন্য একটা কিছু করুন।’

প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু স্ট্রিমকে বলেন, ‘আমরা সরকারকে দুপুর একটা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলাম, যেন সরকারের প্রতিনিধিরা এখানে এসে প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু এখন প্রায় চারটা বাজে। সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। শাহবাগ থেকে আমাদের কর্মসূচি ছিলো মার্চ টু সচিবালয়। পরে আমরা নিজেরা কথা বলে সিদ্ধান্ত চেঞ্জ করে মার্ট টু যমুনা ঘোষণা করি।’

প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। স্ট্রিম ছবি
প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। স্ট্রিম ছবি

সচিবালয়ের সিদ্ধান্ত বদলে কেন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মার্চ ঘোষণা করলেন জানতে চাইলে লিপু বলেন, ‘গত দিনও সচিবালয়ে ডেকে নিয়ে গিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হইছে। তাই আজকে সচিবালয়ে না গিয়ে আমরা যমুনা অভিমুখে মার্চ ঘোষণা করি।’

পরবর্তী কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে লিপু বলেন, ‘রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ যাঁরা এই হামলার আদেশ দিয়েছেন, তাঁদের বহিষ্কার করতে হবে। নিরস্ত্র ভাইদের ওপর হামলার দায়ে পুরো পুলিশ বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ফাওজুল কবির খান, রিজওয়ানা হাসান ও আসিফ নজরুল—এই তিন উপদেষ্টার এখানে এসে তিন দফা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম স্ট্রিমকে বলেন, ‘বেলা তিনটা পর্যন্ত শিক্ষার্থীদের শাহবাগে অবস্থানের কথা ছিল। তিনটার পর তাঁরা সচিবালয় যাবেন, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। বেলা দেড়টার দিকে আমি নেতাদের সঙ্গে কথা বলছিলাম। কথা বলতে বলতে এদিকে যখন ফাঁকা পাইছে, তখন তাঁরা একটা দৌড় দিল। এরপর তাঁদের বারবার বলা হয়, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ব্লক দেওয়া আছে, এই ব্লকটা পার করবেন না। কিন্তু মোড়ে এসে তাঁরা ব্লক ভাঙছেন। তারপর একেবারে প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত চলে গেলেন।’

প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। স্ট্রিম ছবি
প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ। স্ট্রিম ছবি

মাসুদ বলেন, ‘যমুনার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা। সবচেয়ে সিকিউরড এবং সেনসেটিভ একটা এলাকা। ওখানে যদি যায়, তাহলেও আমরা কিছু করব না! পুলিশ কিছু করবে না! পুলিশ বসে থাকবে!’

এদিকে পুলিশের হামলায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক স্ট্রিমকে বলেন, ‘শাহাবাগের আন্দোলনে আহত হয়ে চারজন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শিক্ষার্থীদের পাশাপাশি দুইজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

এদিকে বুধবার বিকেলে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে সরকার। সরকারের গঠন করা এই কমিটি অনুপযুক্ত দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এই কমিটি পরিবর্তন করে নতুন কমিটি গঠনের দাবিও জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল বিকেলে তাঁরা শাহবাগ অবরোধ করেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আজ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দেন। এই কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা আজ সকালে বুয়েট ক্যাম্পাসে জড়ো হন। বুয়েটের প্রধান গেটের সামনের শহীদ মিনার এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা।

প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দাবি

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

Ad 300x250

তৌহিদ আফ্রিদিকে কি বাঁচাতে পারবে আর এস ফাহিম

জাকসু নির্বাচন: শীর্ষ নেতারা তাঁদের অনুগত প্রার্থী চান, প্যানেল দিতে পারেনি ছাত্রদল

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

জাকসুতে প্রার্থিতা ফিরে পেলেন ১৫ শিক্ষার্থী

রাকসু নির্বাচনের ঘোষিত তারিখ বহাল চেয়ে শিক্ষার্থীদের আলটিমেটাম

সম্পর্কিত