leadT1ad

জাকসুর নির্বাচন: অমর্ত্য রায়কে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১৮
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ২০
হাইকোর্ট ভবন। সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায় জনকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির এবং অমর্ত্য রায় জনের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন শিশির মনির।

আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ভোটগ্রহণ হবে। এর আগে গত ৬ সেপ্টেম্বর অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করার কথা জানায় জাকসুর নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তিতে কমিশন বলেছে, নিয়মিত ছাত্র না হওয়ায় প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

অমর্ত্য ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি। তিনি সম্প্রীতির ঐক্য প্যানেলের হয়ে ভিপি পদে লড়ছিলেন।

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন অমর্ত্য রায় জন। সোমবার (৮ সেপ্টেম্বর) অমর্ত্য রায়ের পক্ষে তাঁর আইনজীবী মানজুর আল মতিন হাইকোর্টে এ-সংক্রান্ত রিট আবেদন করেন।

Ad 300x250

সম্পর্কিত