leadT1ad

বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে শহীদ মিনারে ‘প্রতিরোধ যাত্রা’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তিসহ ৯ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘প্রতিরোধ যাত্রা’। ছবি: সংগৃহীত

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি এবং দেশব্যাপী শিল্পী-সাহিত্যিক ও প্রাণ-প্রকৃতির ওপর হামলার প্রতিবাদসহ ৯ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘প্রতিরোধ যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বাউল গান, কবিতা ও নাটকের মাধ্যমে প্রতিবাদ করেন শিল্পীরা।

সমাবেশের সভাপতির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বৈষম্যবাদী গোষ্ঠী কখনো ধর্মের নামে, কখনো জুলাইয়ের নামে ভিন্ন পরিচয়ে তাদের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায়। তারা গান-নাচ, শিল্পকলা বন্ধ করে মানুষকে রোবট বানাতে চায়। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব না করে একদিকে ধর্মীয় ফ্যাসিবাদীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, অন্যদিকে কর্পোরেট ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করছে। এটি গণঅভ্যুত্থানের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা।

আনু মুহাম্মদ বলেন, আবুল সরকারকে সম্পূর্ণ অন্যায় ও মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কবিগান বা বিচার গানের নিজস্ব ঢং না বুঝে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী তাদের মত চাপিয়ে দিতে চাইছে। তিনি বলেন, গণতান্ত্রিক চিন্তা বৈচিত্র্য ও সহিষ্ণুতার ওপর দাঁড়ায়। মতপ্রকাশের কারণে কাউকে আক্রমণ করা ফ্যাসিবাদী প্রবণতা।

সমাবেশ থেকে আবুল সরকারের অবিলম্বে মুক্তি, হামলাকারীদের বিচার এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। কর্মসূচির ৯ দফা দাবির মধ্যে আরও রয়েছে—প্রাথমিক বিদ্যালয়ে গান ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ পুনর্বহাল, সাংস্কৃতিক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান, জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্র ও সংস্কৃতি উপদেষ্টার পদত্যাগ।

সমাবেশ শেষে শহীদ মিনার থেকে প্রেসক্লাব পর্যন্ত একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত