স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুপরবর্তী রাজধানীতে বিভিন্ন বেসরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ বলছে, হাদির মৃত্যু পরবর্তী সহিংসতায় জড়িত ও উসকানিদাতাদের শনাক্ত করা হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচির সুযোগ নিয়ে যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) পুলিশের একাধিক কর্মকর্তা স্ট্রিমকে এসব কথা জানান।
তাঁরা বলছেন, দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর পরই তৃতীয় একটি পক্ষ দেশের দুটি গণমাধ্যম প্রতিষ্ঠান, ছায়ানট ও ধানমণ্ডির ৩২ নম্বরের স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেয় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে। আগুনে আটকে পড়া সংবাদকর্মী ও প্রতিষ্ঠান দুটির কর্মীদের উদ্ধারকারী ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকেও মব সৃষ্টির মাধ্যমে তাদের কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে। এমনকি ডেইলি স্টারের সামনে সিনিয়র সাংবাদিক নূরুল কবির উপস্থিত হলে তাকেও হেনস্তা করেন দুষ্কৃতকারীরা।
হাদির মৃত্যুর সঙ্গে এসব প্রতিষ্ঠানে হামলার সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তেজগাঁও পুলিশ বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ দুপুর ৩টার দিকে স্ট্রিমকে জানান, তৃতীয় একটি পক্ষ এই হামলা ভাঙচুর ও আগুনের নেপথ্যে কাজ করছে। তাদের আমরা সবাই চিনি। শুধু নাম প্রকাশ করতে পারছি না।
প্রথম আলো, ডেইলি স্টারে কর্মরত গণমাধ্যমকর্মীসহ ঘটনাস্থল সংবাদ কাভার করা অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীরাও একই ধরনের তথ্য দিয়েছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘যারা এসব করছে তাঁরা হাদির চেতনার পরিপন্থী কাজ করছে হাদির নাম ও ব্যনার ব্যবহার করে। ওরা কখনোই ইনকিলাব মঞ্চের মতাদর্শী নন।’
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন স্ট্রিমকে বলেন, ‘সহিংসতার পেছনে উসকানি রয়েছে। এ কারণেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থাপনাগুলোতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। এছাড়া গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানে হামলা প্রতিরোধে পুলিশকে সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। ’

ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুপরবর্তী রাজধানীতে বিভিন্ন বেসরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ বলছে, হাদির মৃত্যু পরবর্তী সহিংসতায় জড়িত ও উসকানিদাতাদের শনাক্ত করা হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচির সুযোগ নিয়ে যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) পুলিশের একাধিক কর্মকর্তা স্ট্রিমকে এসব কথা জানান।
তাঁরা বলছেন, দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর পরই তৃতীয় একটি পক্ষ দেশের দুটি গণমাধ্যম প্রতিষ্ঠান, ছায়ানট ও ধানমণ্ডির ৩২ নম্বরের স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেয় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে। আগুনে আটকে পড়া সংবাদকর্মী ও প্রতিষ্ঠান দুটির কর্মীদের উদ্ধারকারী ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকেও মব সৃষ্টির মাধ্যমে তাদের কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে। এমনকি ডেইলি স্টারের সামনে সিনিয়র সাংবাদিক নূরুল কবির উপস্থিত হলে তাকেও হেনস্তা করেন দুষ্কৃতকারীরা।
হাদির মৃত্যুর সঙ্গে এসব প্রতিষ্ঠানে হামলার সম্পর্ক আছে কিনা জানতে চাইলে তেজগাঁও পুলিশ বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ দুপুর ৩টার দিকে স্ট্রিমকে জানান, তৃতীয় একটি পক্ষ এই হামলা ভাঙচুর ও আগুনের নেপথ্যে কাজ করছে। তাদের আমরা সবাই চিনি। শুধু নাম প্রকাশ করতে পারছি না।
প্রথম আলো, ডেইলি স্টারে কর্মরত গণমাধ্যমকর্মীসহ ঘটনাস্থল সংবাদ কাভার করা অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীরাও একই ধরনের তথ্য দিয়েছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘যারা এসব করছে তাঁরা হাদির চেতনার পরিপন্থী কাজ করছে হাদির নাম ও ব্যনার ব্যবহার করে। ওরা কখনোই ইনকিলাব মঞ্চের মতাদর্শী নন।’
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন স্ট্রিমকে বলেন, ‘সহিংসতার পেছনে উসকানি রয়েছে। এ কারণেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থাপনাগুলোতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। এছাড়া গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানে হামলা প্রতিরোধে পুলিশকে সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। ’

পরিবারের দাবির ভিত্তিতে ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলেও জানানো হয়েছে। পোস্টে আরও বলা হয়, আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজার নামাজ হবে।
৫ মিনিট আগে
প্রথম আলো ভবনে হামলার ঘটনাটি পরিকল্পিত এবং স্বার্থান্বেষী মহল সংগঠিত হয়ে এ আক্রমণ চালিয়েছে। আগামী জাতীয় নির্বাচন পথভ্রষ্ট করা ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে বৃহস্পতিবার রাতে এ হামলা করা হয় বলে অভিযোগ করেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা পেজে এ সতর্কবার্তা জারি করা হয়।
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-৫৮৫) ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা ৪টা ৩ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে।
২ ঘণ্টা আগে