leadT1ad

ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত

স্ট্রিম প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ৫টা ১১ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এ ভূকম্পনের উৎপত্তিস্থল ভারতের আসামে।

ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট আর্থকোয়েকডটকম এসব তথ্য জানিয়েছে।

ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইটটি আরও জানিয়েছে, বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে এ ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের খারুপাটিয়ার উত্তর-উত্তরপূর্বে ১০ কিলোমিটার দূরে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৪১ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়, যার উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে উদালগুড়ি জেলায়।

Ad 300x250

সম্পর্কিত