leadT1ad

পলিটেকনিক শিক্ষার্থীরা সড়কে, অবরোধ তোলার পরও যানজট

উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ‘ষড়যন্ত্রর’ অভিযোগ তুলে ও বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ সড়কসহ রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে অবরোধ তুলে নিলেও দীর্ঘ সময় সড়কে যানজট দেখা গেছে। রাজধানীর সাত রাস্তা মোড়ে ‘বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

স্ট্রিম সংবাদদাতা
গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। স্ট্রিম ছবি

রাজধানীর সাতরাস্তা মোড় এলাকায় দুই ঘণ্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কর্মসূচি পালন করবেন তাঁরা। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ‘বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে সড়ক অবরোধ করা হয়। পরে অবরোধ তুলে নিলেও দীর্ঘ সময় সড়কে যানজট দেখা গেছে।

এদিকে সাত দফা দাবিতে একই দিনে দেশের বিভিন্ন জেলায় আন্দোলন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ‘ষড়যন্ত্রর’ অভিযোগ তুলে ও বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন তাঁরা। গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ ছাড়া কুষ্টিয়া শহরের পাঁচরাস্তা মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তা ছাড়া দিনাজপুরের প্রবেশমুখ ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রেললাইন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ফেনীতে রেলপথ অবরোধের কারণে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

রাজধানীর ব্যস্ত সড়কে দুই ঘণ্টা অবরোধ

রাজধানীর ‍অন্যতম ব্যস্ত সড়ক শহীদ তাজউদ্দীন আহমদ সরণীর সাতরাস্তা মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। ‘বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে বুধবার দুপুর ১২টা থেকে ২টার দিকে অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করেন কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাশফিক ইসলাম দেওয়ান। অবরোধ তুলে নিলেও বিকেল পর্যন্ত ওই সড়কে যানজট দেখা গেছে।

অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে মহাখালী, তেঁজগাও, হাতিরঝিল, মগবাজার ও কাওরান বাজারসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান স্ট্রিমকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখেছি। পরে তাঁরা ২টা ১০ মিনিটের দিকে রাস্তা ছেড়ে দিয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক আছে।’

গাজীপুরের চন্দনায় শিক্ষার্থীদের অবরোধের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট। স্ট্রিম ছবি
গাজীপুরের চন্দনায় শিক্ষার্থীদের অবরোধের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট। স্ট্রিম ছবি

গাজীপুরের মহাসড়ক অবরোধ

গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় সোয়া তিন ঘণ্টা অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর ডুয়েট এলাকা থেকে একটি মিছিল দুপুর সোয়া ১টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। এই দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে।

ডিপ্লোমা প্রকৌশলী ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রকৌশলী ইসহাক পিকু বলেন, ‘আন্দোলনে আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক ৩ দফা দাবি করে আসছি। আমরা এখন ৭ দফা কর্মসূচি দিয়েছি, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের এ দাবি যৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।’

কুষ্টিয়ায় অবরোধ তুলে নেওয়ার পরও যানজট

কুষ্টিয়া শহরের পাঁচরাস্ত মোড়ে সড়কে অবস্থান নিয়ে ৭ দফা দাবিতে স্লোগান দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ওই এলাকায় এক ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

কুষ্টিয়া শহরের সাত রাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। স্ট্রিম ছবি
কুষ্টিয়া শহরের সাত রাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। স্ট্রিম ছবি

কর্মসূচিতে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। অবরোধ চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কর্মসূচি তুলে নেওয়ার পরও সড়ক যানজট ছিল।

শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে অন্তর্ভুক্ত হলে পলিটেকনিক শিক্ষার্থীদের চাকরির জায়গা সংকুচিত হয়ে যাবে। বিএসসিদের দাবিগুলো মেনে নেওয়া প্রক্রিয়া প্রায় শেষ। তাই পলিটেকনিক শিক্ষার্থীরা সব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।

দিনাজপুরে রেলপথও অবরোধ

৭ দফা দাবিতে দিনাজপুরে মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করেন দিনাজপুর পলিটেকনিক ও বিভিন্ন বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে আটটা থেকে মহাসড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন তাঁরা। প্রশাসনের আশ্বাসে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেন ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করে।

দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। স্ট্রিম ছবি
দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। স্ট্রিম ছবি

সকালে শিক্ষার্থীরা দিনাজপুরের প্রবেশমুখ ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা রেললাইন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সঙ্গে থেকে ঢাকার রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ ছাড়া মহাসড়ক অবরোধ করে রাখা হয় বিভিন্ন যানবাহন। শুধু জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি যাতায়াত করতে দেওয়া হয়নি। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

এদিকে সকাল সাড়ে ৯টায় শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রেলপথ অবরোধ করে তারা। পরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, ‘পলিটেকনিক ও বিভিন্ন বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে রাস্তাসহ রেলপথ অবরোধ করে রাখে। পরে তাঁদের দাবি মেনে নিলে সাড়ে ৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহসড়ক ও রেলপথে চলাচল স্বাভাবিক রয়েছে।’

ফেনীতে ঘণ্টাখানেক ট্রেন বন্ধ

ফেনীতে ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়কের পাশাপাশি রেলপথ অবরোধের কারণে এক ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার দুপুর ১২টার দিকে শহরের হাসপাতাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট এলাকায় রাস্তায় বসে পড়েন। এতে জেলার সঙ্গে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সড়ক যাতায়াত বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় শহরের রেলগেইট, মিজান রোড, কলেজরোডে সৃষ্টি হয় তীব্র যানজট। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সামছুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

ফেনীর রেলগেট এলাকায় গিয়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। স্ট্রিম ছবি
ফেনীর রেলগেট এলাকায় গিয়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। স্ট্রিম ছবি

একই সঙ্গে রেলপথ অবরোধ থাকার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লার গুনবতিতে ৪০ মিনিট অপেক্ষমাণ ছিল। পরে অবরোধ চলাকালে ফেনী মডেল থানার ওসি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। দুপুর ১টার পর তারা অবরোধ প্রত্যাহার করলে রেল ও সড়ক পথে যান চলাচল স্বাভাবিক হয়।

ডিপ্লোমা ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি রফিকুল ইসলাম রাতুল জানান, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ, কম্পিউটার ইনস্টিটিউট, আইসিএসটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ডিপ্লোমা শিক্ষার্থীরা আন্দোলনে বিক্ষোভে অংশ নিয়েছেন। শিক্ষকেরাও সংহতি প্রকাশ করছেন শিক্ষার্থীদের এই আন্দোলনে।

ফেনী রেল স্টেশন মাস্টার মো. হারুন বলেন, ফেনীর রেলগেটে শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লার গুনবতি স্টেশনে ৪০ মিনিট আটকা পড়ে। শিক্ষার্থীরা সরে যাওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত