leadT1ad

গুলশান থেকে কামাল আহমেদ মজুমদারের ছেলে গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৫৫
কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ। সংগৃহীত ছবি

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান স্ট্রিমকে এই তথ্য নিশ্চিত ককরেছেন।

ওসি মো. হাফিজুর রহমান জানান, শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা ও গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে। অন্য কোথাও কোনো মামলা বা অভিযোগ আছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত