রাজধানীর একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্ট্রিম প্রতিবেদক
রাজধানীর একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ।
শুক্রবার রাত ১২টার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত নজরুল রাজধানীর স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখার কর্মকর্তা। স্ত্রী, দুই সন্তান, শাশুড়ি ও নিজের মা নিয়ে লালবাগ কেল্লার মোড়ে জমজম টাওয়ার সংলগ্ন একটি বাসার ৫ম তলায় থাকতেন।
আজ শনিবার সকালে লাশের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন নিহতের মেঝ ভাই মো. নুরুল ইসলাম। তিনি স্ট্রিমকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সব আলামত জব্দ করেছে। বাসার সবাইকে নজরদারির মধ্যে রেখেছে। মামলা দায়ের সম্পন্ন হলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সংবাদ পেয়ে লালবাগ থানার পুলিশ আরএনডি রোড জমজম টাওয়ারের ৫ম তলায় গিয়ে মৃতদহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ উদ্ধার করে রাত ১২টার সময় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
নজরুল খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। বর্তমানে ওই বাড়িতে ভাড়া থাকতেন। নিহতের ভাই নুরুল ইসলাম আরও জানিয়েছেন, বাসায় আমার বৃদ্ধা মা নুরজাহান বেগম, নিহতের স্ত্রী সায়মা বেগম লোভা, তার শাশুড়ি ও তাদের ছোট দুই সন্তান রয়েছেন।
ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নুরুল ইসলাম স্ট্রিমকে বলেন, বাসায় আগে থেকেই নজরুলের শাশুড়ি থাকতেন। কিন্তু গত রমজান মাসে নিজের মাকে আনার পর থেকে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে হামলার মোটিভ ও জড়িতদের শনাক্ত করা হয়েছে।
রাজধানীর একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ।
শুক্রবার রাত ১২টার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত নজরুল রাজধানীর স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখার কর্মকর্তা। স্ত্রী, দুই সন্তান, শাশুড়ি ও নিজের মা নিয়ে লালবাগ কেল্লার মোড়ে জমজম টাওয়ার সংলগ্ন একটি বাসার ৫ম তলায় থাকতেন।
আজ শনিবার সকালে লাশের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন নিহতের মেঝ ভাই মো. নুরুল ইসলাম। তিনি স্ট্রিমকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সব আলামত জব্দ করেছে। বাসার সবাইকে নজরদারির মধ্যে রেখেছে। মামলা দায়ের সম্পন্ন হলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সংবাদ পেয়ে লালবাগ থানার পুলিশ আরএনডি রোড জমজম টাওয়ারের ৫ম তলায় গিয়ে মৃতদহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ উদ্ধার করে রাত ১২টার সময় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
নজরুল খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। বর্তমানে ওই বাড়িতে ভাড়া থাকতেন। নিহতের ভাই নুরুল ইসলাম আরও জানিয়েছেন, বাসায় আমার বৃদ্ধা মা নুরজাহান বেগম, নিহতের স্ত্রী সায়মা বেগম লোভা, তার শাশুড়ি ও তাদের ছোট দুই সন্তান রয়েছেন।
ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নুরুল ইসলাম স্ট্রিমকে বলেন, বাসায় আগে থেকেই নজরুলের শাশুড়ি থাকতেন। কিন্তু গত রমজান মাসে নিজের মাকে আনার পর থেকে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে হামলার মোটিভ ও জড়িতদের শনাক্ত করা হয়েছে।
ময়মনসিংহের তারাকান্দার বৃদ্ধ হালিম উদ্দিন ফকিরের চুল কেটে দেওয়ার ঘটনা ভাইরাল হওয়ার পর থানায় একটি মামলা হয়েছে। চুল কেটে দেওয়া দেওয়া ব্যক্তিসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে এই মামলাটি হয়।
১০ মিনিট আগেশিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাদকাসক্ত, ভবঘুরে ও পাগলমুক্ত করার জন্য একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
১ ঘণ্টা আগেগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।
২ ঘণ্টা আগেখাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় এবং গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
৩ ঘণ্টা আগে