leadT1ad

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি; পরিস্থিতি থমথমে

স্ট্রিম প্রতিবেদক
খাগড়াছড়ি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ১০
খাগড়াছড়ির রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্ট্রিম ছবি

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় এবং গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় এবং গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরনি আক্তার গুইমারা উপজেলায় এই আদেশ জারি করেন।

প্রশাসন জানায়, অবরোধ কেন্দ্র করে শনিবার দুপুরে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে।

ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি, সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ যৌথ টহল জোরদার রাখা হয়েছে।

১৪৪ ধারা জারির ফলে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় চার বা ততোধিক মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ, মাইকিং ও অস্ত্র বহনসহ যেকোনো ধরনের উস্কানিমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা, চেঙ্গি স্কয়ার, মহাজন পাড়া এলাকায় দফায় দফায় মুখোমুখি অবস্থান নেয় বাঙালি ও চাকমারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়:

১৪৪-ধারা
Ad 300x250

সম্পর্কিত