স্ট্রিম ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীরা আহত হওয়ার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। এসব কর্মসূচি থেকে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়সহ খুলনা, ঠাকুরগাঁও, গাইবান্ধা, টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলা কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এর আগে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে গতকাল রাত থেকেই গণঅধিকার পরিষদ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিভিন্ন জেলা শহরে জাতীয় অফিসের ভাঙচুরের ঘটনাও ঘটে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এসময় গণঅধিকার পরিষদের নেতা ফারুক ও রাশেদ খাঁনের গতকাল শুক্রবার নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষ হওয়ার পরপরই একদল লোক জাতীয় পার্টির অফিসে হামলার চেষ্টা চালান।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার এক পর্যায়ে জাপার কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ভেতরের একটি কক্ষে থাকা বেশ কিছু প্রকাশনা সামগ্রী পুড়ে যায়। এ সময় জলকামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপরদিকে এইচ এম এরশাদের ছবির ফলক ভেঙ্গে ক্ষত-বিক্ষত করা হয়।
খুলনা নগরীর ডাকবাংলো মোড়স্থ জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে জানা গেছে। পুলিশি তৎপরতায় বিক্ষোভকারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে না পারলেও প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গণঅধিকার পরিষদের দাবি, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জে তাদের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। জাতীয় পার্টির কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু বলেন, ‘শনিবার সারা দিন জাতীয় পার্টির নেতা-কর্মীরা অফিসেই অবস্থান করছিলেন। আসরের আজান হওয়ার কিছু সময় পর অধিকাংশ নেতা-কর্মী পাশের মসজিদে নামাজ পড়তে যান। এই সুযোগে ৫০ থেকে ৬০ জন গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল কার্যালয়ের সামনে এসে মারমুখী অবস্থান নেয়। তখন আমরা অফিস থেকে বেরিয়ে সামনের দুটি ফটকে তালা লাগিয়ে দেই।’
আজ শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙ্চুর ও বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হরিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে হামলা চালায়। তারা আমাদের কার্যালয়ের ৪০-৫০টা চেয়ার, দুটি টেবিল, চারটা ফ্যান, দুইটা আলমিরা ভাঙচুর করে ও কিছু আসবাবপত্র বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয়।’
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি ।
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। বিক্ষোভ শেষে উত্তেজিত নেতা-কর্মীরা শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।
দলীয় কার্যালয়ের সামনে থেকে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শহরের স্টেশন রোডে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। সেখানে এক সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামসুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম ও যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন প্রমুখ। বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্র হত্যার সমান। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
নুরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গণঅধিকার পরিষদের পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর হাসান জানান, আমরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে নগরীর গনকপাড়া এলাকার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর ডাকে এ মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা যোগ দেন।
মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নুরের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন, ‘ছাত্র নাগরিক জনতা, গড়ে তুল একতা’, ‘জুলাইয়ে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো একসঙ্গে’, ‘ভিপি নুর আহত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি।
এসময় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, ‘জাতীয় পার্টির ছায়াতলে সেনা ও পুলিশের নেতৃত্বে নুরের ওপর যে হামলা হয়েছে, তার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।’
কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘নুর ২০১৭ সাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর ওপর ভয়াবহ হামলা ভবিষ্যতের জন্য বড় হুমকি। আজ যদি নুর নিরাপদ না থাকেন, তবে সাধারণ ছাত্রনেতারাও নিরাপদ নন।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ, মাইয়ার ইসলাম, রাকিবুল হাসান বক্তব্য দেন।
নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে গণঅধিকার পরিষদের মিছিল থেকে নেতা-কর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ে এ ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মিছিল থেকে স্থানীয় জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এ ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে। পরে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালানো হয়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীরা আহত হওয়ার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। এসব কর্মসূচি থেকে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়সহ খুলনা, ঠাকুরগাঁও, গাইবান্ধা, টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলা কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এর আগে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে গতকাল রাত থেকেই গণঅধিকার পরিষদ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিভিন্ন জেলা শহরে জাতীয় অফিসের ভাঙচুরের ঘটনাও ঘটে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এসময় গণঅধিকার পরিষদের নেতা ফারুক ও রাশেদ খাঁনের গতকাল শুক্রবার নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষ হওয়ার পরপরই একদল লোক জাতীয় পার্টির অফিসে হামলার চেষ্টা চালান।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার এক পর্যায়ে জাপার কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ভেতরের একটি কক্ষে থাকা বেশ কিছু প্রকাশনা সামগ্রী পুড়ে যায়। এ সময় জলকামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপরদিকে এইচ এম এরশাদের ছবির ফলক ভেঙ্গে ক্ষত-বিক্ষত করা হয়।
খুলনা নগরীর ডাকবাংলো মোড়স্থ জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এ হামলা চালায় বলে জানা গেছে। পুলিশি তৎপরতায় বিক্ষোভকারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে না পারলেও প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গণঅধিকার পরিষদের দাবি, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জে তাদের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। জাতীয় পার্টির কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু বলেন, ‘শনিবার সারা দিন জাতীয় পার্টির নেতা-কর্মীরা অফিসেই অবস্থান করছিলেন। আসরের আজান হওয়ার কিছু সময় পর অধিকাংশ নেতা-কর্মী পাশের মসজিদে নামাজ পড়তে যান। এই সুযোগে ৫০ থেকে ৬০ জন গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল কার্যালয়ের সামনে এসে মারমুখী অবস্থান নেয়। তখন আমরা অফিস থেকে বেরিয়ে সামনের দুটি ফটকে তালা লাগিয়ে দেই।’
আজ শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙ্চুর ও বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হরিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে হামলা চালায়। তারা আমাদের কার্যালয়ের ৪০-৫০টা চেয়ার, দুটি টেবিল, চারটা ফ্যান, দুইটা আলমিরা ভাঙচুর করে ও কিছু আসবাবপত্র বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয়।’
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি ।
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। বিক্ষোভ শেষে উত্তেজিত নেতা-কর্মীরা শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।
দলীয় কার্যালয়ের সামনে থেকে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শহরের স্টেশন রোডে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। সেখানে এক সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামসুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম ও যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন প্রমুখ। বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্র হত্যার সমান। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
নুরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গণঅধিকার পরিষদের পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর হাসান জানান, আমরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে নগরীর গনকপাড়া এলাকার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর ডাকে এ মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা যোগ দেন।
মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ সময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নুরের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন, ‘ছাত্র নাগরিক জনতা, গড়ে তুল একতা’, ‘জুলাইয়ে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো একসঙ্গে’, ‘ভিপি নুর আহত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি।
এসময় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, ‘জাতীয় পার্টির ছায়াতলে সেনা ও পুলিশের নেতৃত্বে নুরের ওপর যে হামলা হয়েছে, তার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।’
কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘নুর ২০১৭ সাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর ওপর ভয়াবহ হামলা ভবিষ্যতের জন্য বড় হুমকি। আজ যদি নুর নিরাপদ না থাকেন, তবে সাধারণ ছাত্রনেতারাও নিরাপদ নন।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ, মাইয়ার ইসলাম, রাকিবুল হাসান বক্তব্য দেন।
নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে গণঅধিকার পরিষদের মিছিল থেকে নেতা-কর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ে এ ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মিছিল থেকে স্থানীয় জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এ ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে। পরে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ অবমাননার অভিযোগ এনেছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল।
৫ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সাইবার বুলিংরোধে পাঁচ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. একরামুল হামিদকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়েছে
৬ ঘণ্টা আগেবাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নুর প্রাসঙ্গিক হতে শুরু করেন ২০১৮ সালের কোটা সংস্কারের আন্দোলনের পর থেকে। কোটা সংস্কার আন্দোলনের নেতা থেকে ডাকসুর ভিপি পদে নির্বাচিত হওয়া নুরের ওপর আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত ২৫ বার হামলার খবর পাওয়া যায়। ২৯ আগস্ট রাতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আরেক দফা হামলার শিকার হন
৬ ঘণ্টা আগেগণ-অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দেশের পরিচালনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ একথা বলেছেন।
৭ ঘণ্টা আগে