leadT1ad

তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে: আইন উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২১: ৫৯
আসিফ নজরুল। সংগৃহীত ছবি

আগামী তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ’ সংশোধন বিষয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে—এ ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম। কিন্তু প্রত্যাশা করেই আমরা বসে থাকিনি, আমরা নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করেছি, তা আগামী তিন-চার দিনের মধ্যে পরিষ্কারভাবে জানতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করছি। সব দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের এবং জনগণের স্বার্থে যা করা দরকার, সেটাই আমরা করতে যাচ্ছি।’

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে ‘আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপস্থাপন করা হয়। বিচার বিভাগ সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন এবং জুলাই সনদের সুপারিশের আলোকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে সংস্থাটির কার্যপরিধি সম্প্রসারণ এবং কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়।

সভায় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা, সাবেক জেলা জজ মোতাহার হোসেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেইন শাওনসহ অন্যরা উপস্থিত ছিলেন। তাঁরা খসড়া অধ্যাদেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত