leadT1ad

শেষ হলো রাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনার প্রস্তুতি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৮: ৪৬
শেষ হয়েছে রাকসুর ভোটগ্রহণ

শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও এটি সম্পন্ন হতে হতে প্রায় সাড়ে চারটা পেরিয়ে যায়।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক এফ নজরুল ইসলাম স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেন।

নজরুল ইসলাম জানান, শহীদ জিয়াউর রহমান হলের ভোটগ্রহণ সবচেয়ে দেরিতে শেষ হয়েছে। তাই সার্বিক ভোটগ্রহণ সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছে।

এখনো নিশ্চিত করে না বলা গেলেও, প্রায় ৭০ শতাংশের ওপরে ভোট পড়েছে বলে জানান নজরুল ইসলাম।

বিকেল চারটা পর্যন্ত যাঁরা ভোটকেন্দ্রের লাইনে ছিলেন, তাঁরা সবাই ভোট দিতে পেরেছেন বলেও তিনি জানান।

আজ সকাল ৯টার রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন চলাকালীন অবৈধভাবে প্রচারপত্র বিলি, অমোচনীয় কালি উঠে যাওয়া, বহিরাগত প্রবেশসহ বিভিন্ন অভিযোগ করেন প্রার্থীরা।

Ad 300x250

সম্পর্কিত