leadT1ad

কাতারে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০৬
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি, আরব উপদ্বীপের সবচেয়ে ছোট দেশটির প্রতি সংহতি জানিয়েছে ঢাকা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই হামলার মাধ্যমে কাতারের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের পাশাপাশি জাতিসংঘ সনদের মূলনীতি ও আন্তর্জাতিক আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে। বেআইনি ও উসকানিমূলক এই হামলার শিকার কাতারের সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।

ঢাকা জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতি যে ইসরায়েল পরোয়া করে না—এই ঘটনার মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। এতে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক চেষ্টাকে নাজুক করে তোলা হয়েছে।

জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখতে এবং ইসরায়েলের জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েল। কাতার ও আরব দেশগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাতারে দীর্ঘদিন ধরেই হামাসের রাজনৈতিক দপ্তর রয়েছে। সেখানে হামাস নেতাদের ওপর এই হামলার মাধ্যমে ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যসহ উপসাগরীয় আরব দেশগুলো পর্যন্ত বিস্তৃত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাসের গাজা শাখার প্রধান ও শীর্ষ আলোচক খলিল আল-হায়াসহ অন্যান্য শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হায়ার ছেলে এ হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাসের দুই কর্মকর্তা।

ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইসরায়েল ১৫টি যুদ্ধবিমান ব্যবহার করেছে এবং ১০টি গোলা নিক্ষেপ করেছে। তবে হামলায় কোনো হামাস কর্মকর্তা বা নেতা মারা গেছেন কিনা, তা ইসরায়েল এখনও নিশ্চিত করতে পারেনি।

হামাসের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, দোহায় হামাসের একটি প্রতিনিধিদল বৈঠক করছিল। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। তবে এ হামলার ঘটনায় সবদিক থেকে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ঘটনায় আমি রোমাঞ্চিত নই। এটি কোনো ভালো পরিস্থিতি নয়। কিন্তু আমি বলবো—আমরা জিম্মিদের ফেরত চাই। কিন্তু আজ যা যেভাবে ঘটেছে, তাতে আমি রোমাঞ্চিত নই।’

যদিও ওয়াশিংটনে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, হামলা চালানোর আগে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল ইসরায়েল।

ইসরায়েল এটিকে ন্যায্য হামলা বলে দাবি করলেও কাতার বলেছে, ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে জড়িয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি বলেছেন, ‘কাতার হামাস ও ইসরায়েলের মধ্যে যে শান্তি আলোচনার মধ্যস্থতা করছে এই বিমান হামলায় তা লাইনচ্যুত হওয়ার হুমকির মধ্যে পড়েছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত